promotional_ad

রিয়াদের নতুন অভিজ্ঞতা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মাহমুদুল্লাহ রিয়াদ তাঁর বিপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন। খুলনা টাইটান্স এবারের বিপিএলে আট ম্যাচ খেলে ফেলেছে, মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে রিয়াদের খুলনা।


অথচ বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কদের একজন মাহমুদুল্লাহ। হারের বৃত্তে থাকা অধিনায়ক মাহমুদুল্লাহর জন্য এবারের আসর থেকে অর্জনের খাতা শুন্য বললে ভুল হবে না। 


রংপুরের বিপক্ষে বিপিএলের ম্যাচে বড় হারের পর বিমর্ষ অধিনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, 'আমার ক্যারিয়ারের যতগুলো ফ্র্যাইঞ্চাজি লিগ খেলেছি এখন পর্যন্ত এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাইনি।' 



promotional_ad

এবারের আসরে শেষ চারে জায়গা করে নেয়া খুলনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসর বাদে প্রতিটি বিপিএল আসরেই শেষ চারে জায়গা করে নিয়েছে রিয়াদের দল। 


এছাড়া প্রতি আসরেই দলকে শেষ চারে পৌঁছে দেয়ার রেকর্ড আছে তাঁর। তাঁর নেতৃত্ব ২০১৩ সালে চিটাগং কিংস বিপিএল ফাইনাল খেলেছিল। ২০১৫ সালে বরিশাল বুলসকে ফাইনালে নিয়েছেন অধিনায়ক রিয়াদ।


এছাড়া গত দুই মৌসুমে খুলনাকে শেষ চারে রেখেছিলেন তিনি। এবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান অধিনায়ক রিয়াদ, 


'এখান থেকে হয়তো অনেক কিছু শিখতে পারবো। আশা করি পরবর্তী সময়ে এগুলো মাথায় রেখে আরও ভালো খেলতে পারি। আমার জন্য এবং দলের জন্য এটা কঠিন একটা সময়। 



'এই সময় অনেকে অনেকে ধরনের কথা বলবে এটাইতো স্বাভাবিক।  এখন যেহেতু আমাদের সেরা চারে উঠার চান্স নেই। এখন বাকি ম্যাচগুলো আমরা আমাদের দলের জন্য এবং ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball