promotional_ad

শুরুতেই বিপদে রাজশাহী

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


রাজশাহী কিংসঃ ১৪/২ (৪ ওভার)


(ইভান্স ৮*, মার্শাল আইয়ুব ১* ; মেহেদি ১/৪)



promotional_ad

ফিরলেন অধিনায়ক মিরাজঃ নাফিসের বিদায়ের পর দলের হাল ধরতে নেমেছিলেন অধিনায়ক মিরাজ। কিন্তু উইকেটে টিকে থাকতে পারেননি তিনি। কুমিল্লার স্পিনার লিয়াম ডওসনকে সামনে এসে মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু ইনসাইড এজ হয়ে বল প্যাডে লেগে চলে যায় স্লিপে থাকা ফিল্ডার ইমরুল কায়েসের কাছে। শূন্য রানে ফেরান মিরাজ।


উইকেটের পতন রাজশাহীরঃ প্রথম ওভারে রান এসেছিল মাত্র তিন। দুই ওপেনার লরি ইভান্স এবং শাহরিয়ার নাফিস দেখে শুনেই শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় ওভারে কুমিল্লার স্পিনার মেহেদি হাসানের চারটি বলে কোন রান না নিতে পেরে চাপে পড়ে যান নাফিস। পঞ্চম বলে স্ট্যাম্প ছেড়ে কাট করে পয়েন্টে খালি জায়গা বের করে চার মারেন।


ওভারের শেষ বলে হাঁটু গেড়ে লেগ সাইডে সুইপ করতে গিয়ে মিস করেন তিনি। সরাসরি বল হয়ে পাঁচ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন রাজশাহী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, লিয়াম ডওসন, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শামসুর রহমান শুভ, ওয়াহাব রিয়াজ।



রাজশাহী কিংস একাদশঃ মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকির হাসান, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, লরি ইভান্স, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball