promotional_ad

হেলসকে ফিরিয়ে কাপালির ব্রেক থ্রু

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


সিলেট সিক্সার্সঃ ১৯৪/৪ (২০ ওভার) (সাব্বির-৮৫, পুরান-৪৭*; মাশরাফি- ২/৩১, শফিউল-১/৪৩)


রংপুর রাইডার্সঃ  ৭৯/২ (৯ ওভার) (রুশো-৩৮*, ডি ভিলিয়ার্স-৭*; ইরফান- ১/৬, কাপালি- ১/৫)


টসঃ রংপুর রাইডার্স (বোলিং) 



promotional_ad

হেলসকে ফেরালেন কাপালিঃ


সপ্তম ওভারের পঞ্চম বলে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে আউট করেছেন সিলেটের স্পিনার অলোক কাপালি। ৩৩ রান করে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়েছেন হেলস। কাপালির করা বলটি ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিড উইকেট অঞ্চলে লিটনে হাতে ধরা পড়েন ইংলিশ এই তারকা। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের স্কোর ২ উইকেটে ৭৯ রান।  


শুরুতেই গেইলের বিদায়ঃ  


সিলেট সিক্সার্সের ছুঁড়ে দেয়া ১৯৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে কোনও রান করার আগেই বিদায় নিতে হয়েছে হার্ডহিটার ক্রিস গেইলকে। সিলেটের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।


ইরফানের করা বলটি ফ্লিক করতে চেয়েছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। কিন্তু ব্যাটের কানায় লেগে পয়েন্ট অঞ্চলে সাব্বিরের হাতে ধরা পরতে হয় তাঁকে। 



সিলেট সিক্সার্স একাদশঃ 


লিটন কুমার দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলোক কাপালি, জাকের আলি, মেহেদি হাসান রানা, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, তাসকিন আহমেদ। 


রংপুর রাইডার্স একাদশঃ 


ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball