সাব্বির ঝড়ে রানের পাহাড়ে সিলেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে ব্যাট হাতে গত ছয় ম্যাচে সেভাবে রান করতে পারেন নি সাব্বির রহমান। সেই কারণেই কিনা নিজেকে প্রমাণের তাগিদ নিয়ে আজ রংপুরের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। সেই লক্ষ্যে অবশ্য দারুণভাবে সফল হয়েছেন সিলেট সিক্সার্সের এই হার্ডহিটার ব্যাটসম্যান। মাত্র ৫০ বলে ৮৫ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলার মাধ্যমে দলকেও এনে দিয়েছেন ১৯৪ রানের বিশাল পুঁজি। এই ইনিংস খেলার পথে ৬টি ছয় এবং ৫টি চার হাঁকিয়েছেন সাব্বির।
শফিউল ইসলামের ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি বাউন্ডারি হাঁকাতে গিয়ে লং অফ অঞ্চলে রাইলি রুশোর হাতে ধরা পড়েন সাব্বির। ফলে শতক বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয় তাঁকে। সাব্বির ছাড়াও বিপিএলের ২১তম এই ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।
দলীয় ১০৩ রানের মাথায় ডেভিড ওয়ার্নার (১৯) ফেরার পর খেলতে নেমেছিলেন তিনি। এরপর ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে মাত্র ২৭ বলে ৪৭ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন তিনি। যেখানে ৩টি ছয় এবং ৪টি চার হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান।
এছাড়াও আফিফ হোসেন ধ্রুব ১৯ এবং লিটন দাস ১১ রান করেছেন। সিলেট শিবিরে কিছুটা চাপ সৃষ্টি করতে পেরেছেন শুধুমাত্র রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে ২টি উইকেট শিকার করতে পারলেও ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচ করেছেন তিনি। আর ৪১ রানে ১ উইকেট নিয়েছেন আরেক পেসার শফিউল ইসলাম। বাদবাকি আর কোনও বোলারই সুবিধা করতে পারেননি।

উল্লেখ্য আজকের ম্যাচ দিয়েই বিপিএল টুর্নামেন্টে অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং তারকা এবি ডি ভিলিয়ার্সের। রংপুরের জার্সিতে একটু পরেই খেলতে নামবেন তিনি।
সিলেট সিক্সার্স একাদশঃ
লিটন কুমার দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলোক কাপালি, জাকের আলি, মেহেদি হাসান রানা, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, তাসকিন আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজি।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৯৪/৪ (২০ ওভার) (সাব্বির-৮৫, পুরান-৪৭*; মাশরাফি- ২/৩১, শফিউল-১/৪৩)
টসঃ রংপুর রাইডার্স (বোলিং)