ভয়ঙ্কর ওয়ার্নারকে ফেরালেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১২০/২ (১৪ ওভার) (সাব্বির-৬৮*, পুরান-১*) মাশরাফি- ২/২৭
টসঃ রংপুর রাইডার্স (বোলিং)
ভয়ঙ্কর ওয়ার্নারকে ফেরালেন মাশরাফিঃ
১৩তম ওভারে আবারও বোলিংয়ে এসে দলের পক্ষে ব্রেক থ্রু এনে দিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি। এবার তাঁর শিকার সিক্সার্স দলপতি ডেভিড ওয়ার্নার। মাশরাফির করা বলটি একটি পিক আপ শটের মাধ্যমে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন অজি এই ব্যাটসম্যান। কিন্তু ওয়াইড লং অন অঞ্চলে তিনি ধরা পড়েন অ্যালেক্স হেলসের হাতে। ১৯ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের স্কোর ৩ উইকেটে ১২০ রান।
সাব্বিরের ঝড়ো অর্ধশতকঃ

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ হয়তো নিজেকে প্রমাণ করার ব্রত নিয়েই মাঠে নেমেছিলেন সিক্সার্স ব্যাটসম্যান সাব্বির রহমান। মাত্র ৩৪ বলে ৪টি ছয় এবং ২টি চারের সাহায্যে এবারের আসরে প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন সাব্বির। ক্রিস গেইলের ১২তম ওভারটির শেষ বলে এক রান নিয়ে পঞ্চাশের কোটা পূরণ করেন তিনি।
আফিফের বিদায়ঃ
ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে রাইলি রুশোর দারুণ একটি থ্রোতে রান আউটের শিকার হয়ে ফিরতে হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। ফরহাদ রেজার ফুলার লেন্থে করা বলটি ঠেকিয়েই রান নেয়ার জন্য দৌড়ানো শুরু করেছিলেন সাব্বির রহমান। কিন্তু কাভার অঞ্চল থেকে দৌড়ে এসে এক থ্রোতে স্ট্রাইকার প্রান্তের ষ্ট্যাম্প ভেঙ্গে দেন রুশো। ফলে ১৯ রান করা আফিফকে ফিরতে হয় সাজঘরে।
ক্যাচ ছাড়লেন রেজাঃ
দ্বিতীয় উইকেট পেতে পারতেন মাশরাফি বিন মর্তুজা। তবে তাঁর করা চতুর্থ ওভারের ষষ্ঠ বলটিতে আফিফ হোসেন ধ্রুবর ক্যাচ ছেড়েছেন ফরহাদ রেজা। রংপুর অধিনায়কের করা বলটি লং অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়েছিলেন আফিফ।
সেখানে দাঁড়িয়ে থাকা ফরহাদ রেজার হাতে ক্যাচের সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন রেজা। ফলে বলটি চার হয়ে যায় এবং ১৪ রানে জীবন পেয়েছিলেন আফিফ।
মাশরাফির ব্রেক থ্রুঃ
বিপিএলের আজকের ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩ রানের মাথায় লিটন দাসের উইকেটটি হারিয়ে বসেছে ডেভিড ওয়ার্নারে নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই লিটনকে ফরহাদ রেজার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তাঁর ঠিক আগের বলেই দারুণ একটি ছয় হাঁকিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার তারই প্রতিশোধ নিলেন মাশরাফি। তাঁর স্লোয়ার বলটি তুলে মারতে গিয়েছিলেন লিটন। কিন্তু শেষ পর্যন্ত মিড অফ অঞ্চলে রেজার হাতে ধরা পড়েন তিনি। ফলে মাত্র ১১ রানে ফিরতে হয় লিটনকে।
সিলেট সিক্সার্স একাদশঃ
লিটন কুমার দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অলোক কাপালি, জাকের আলি, মেহেদি হাসান রানা, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, তাসকিন আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, সোহাগ গাজি।