টসে জিতলেন রাইডার্স অধিনায়ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ২১তম ম্যাচে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে এরই মধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে আজকের ম্যাচটির পরেই কনুইয়ের ইনজুরির কারণে দেশে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ওয়ার্নারকে। ফলে বাকি ম্যাচগুলোতে তাঁকে পাচ্ছে না সিলেট।
অপরদিকে রংপুরের শক্তিমত্তা বৃদ্ধি করতে ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

এর আগে নিজেদের সর্বশেষ দেখায় ২৭ রানে পরাজিত হয়েছিলো রংপুর। তাই বলা যায় আজ প্রতিশোধের মিশনে খেলতে নামছে মাশরাফি বাহিনী।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ওয়েন পারনেল, জেসন রয়।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।