promotional_ad

শেষটা রাঙ্গিয়ে রাখতে কাল মাঠে নামছেন ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ২১তম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হচ্ছে এই ম্যাচটি।


আগামীকালের এই ম্যাচটির পরেই ইনজুরির কারণে দেশে ফিরে যাবেন সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে বাকি ম্যাচগুলোতে তাঁকে পাচ্ছে না সিলেট। সুতরাং শেষ ম্যাচটি ব্যাট হাতে রাঙ্গিয়েই রাখতে চাইবেন তিনি। 


অপরদিকে এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। সুতরাং বলা যায় আগামীকাল ক্রিস গেইল, ভিলিয়ার্সদের সামলাতে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে সিক্সার্স বোলারদের।  


এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে দুই দলই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিলো। এই সিলেটের বিপক্ষেই শেষ ম্যাচে ২৭ রানে পরাজিত হয়েছিলো মাশরাফির রংপুর। অপরদিকে আজ ঢাকা ডাইনামাইটসের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে সিক্সার্সদের। সুতরাং দুই দল একই কাতারে থেকে কাল খেলতে নামবে। 


নজর থাকবে যাদের ওপরঃ



promotional_ad

ডেভিড ওয়ার্নারঃ (সিলেট সিক্সার্স)


ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে আছেন সিক্সার্সদের অস্ট্রেলিয়ান অধিনায়ক। এখন পর্যন্ত ছয় ম্যাচের তিনটিতেই অর্ধশতকের দেখা পেয়েছেন ওয়ার্নার। সর্বশেষ ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৪৩ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বিপিএলে নিজের বিদায়ী ম্যাচেও জ্বলে ওঠার প্রত্যাশা থাকবে তাঁর নিঃসন্দেহে। 


রাইলি রুশোঃ (রংপুর রাইডার্স)


এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে তিনটিতে অর্ধশতক হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান রুশোও। রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান সিলেটের বিপক্ষেই গত ম্যাচে ৩২ বলে ৫৮ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন। আগামীকালের ম্যাচটিও রাঙ্গিয়ে রাখতে চাইবেন তিনি। 


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ


লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ওয়েন পারনেল, জেসন রয়।



রংপুর রাইডার্স স্কোয়াডঃ


মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজু, ফারদিন হোসেন অনিক, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল, শন উইলিয়ামস এবং শেলডন কট্রেল।


​​



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball