সাকিব তাঁর শক্তিমত্তা দেখিয়েছেঃ ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে বসেছিলো ঢাকা ডাইনামাইটস। কিন্তু এরপরেও অধিনায়ক সাকিব আল হাসানের ৪১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
বিপিএলের ১৯তম ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাই সাকিবের প্রশংসা না করে পারেননি সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সাকিব তাঁর নিজের শক্তিমত্তা দেখাতে পুরোপুরি সক্ষম হয়েছেন জানিয়ে অস্ট্রেলিয়ান এই হার্ডহিটার বলেছেন,

'সাকিব দুর্দান্ত খেলেছে। পাওয়ারপ্লেতে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও ম্যাচ জিতেছে এমন দল আপনি খুব কমই পাবেন। সুতরাং কৃতিত্ব তাদেরকেই দিতে হবে। সাকিব তাঁর শক্তিমত্তা দেখিয়েছে।'
নিজেদের বোলিং আক্রমণের ওপর বেশ আস্থা ছিলো ওয়ার্নারের। আর সেই কারণে ১৫৯ রানের লক্ষ্যকে যথেষ্ট মনে করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা না পাওয়ায় কিছুটা হতাশ সিলেট দলপতি। তবে সবকিছু ভুলে আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে ইচ্ছুক ওয়ার্নার। বলেছেন,
'কিছুটা হতাশ আমি। ভেবেছিলাম ১৬০ রানের কাছাকাছি যথেষ্ট ছিলো, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারিনি। তবে আমাদের এসব ভুলে আগামীকাল আবারও মাঠে নামতে হবে।'
কনুইয়ের ইনজুরির কারণে রংপুরের বিপক্ষে ম্যাচটি শেষেই নিজ দেশে ফিরে যাবেন ওয়ার্নার। অবশ্য দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসার আশা প্রকাশ করেছেন তিনি। নিজের ইনজুরি প্রসঙ্গে সিক্সার্স দলপতির ভাষ্য,
'আমার কনুইতে কিছুটা ব্যাথা আছে। আমার হাতে একটি ম্যাচ রয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাকে আগামীকালের ম্যাচটির পর ফিরে যেতে হবে। তবে আশা করি আমি সুস্থ হয়ে উঠবো দ্রুত এবং ফিরে আসবো।'