সকল পজিশনে খেলতে সক্ষম সৌম্যঃ রোডস

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডসের আস্থাভাজন ক্রিকেটার হিসেবেই গণ্য করা যায় টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকারকে। কেননা তাঁর বিশ্বাস সৌম্য এমন একজন ক্রিকেটার যিনি কিনা ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করতে সক্ষম।
কখনো টপ অর্ডার, আবার কখনও মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্যর। আর সেই কারণেই তাঁকে প্রশংসায় সিক্ত করেছেন রোডস। চলমান বিপিএল আসরে রাজশাহী কিংসের জার্সিতে ৫ ম্যাচ খেলে মাত্র ৩৫ রান সংগ্রহ করেছিলেন সৌম্য। কিন্তু এরপরেও সৌম্যর প্রতি আস্থা হারাচ্ছেন না রোডস। তিনি বলেছেন,

'আমি মনে করি সৌম্য অনেক ভালো একজন খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে চিটাগাংয়ে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচটির কথা মনে করে দেখুন, সে অনেক স্পেশাল একটি ইনিংস খেলেছিলো। সে এমন একজন খেলোয়াড় যে কিনা সকল ফরম্যাটেই খেলতে পারে, সে ভিন্ন ভিন্ন পজিশনেও ব্যাট করতে পারে', বলেছেন রোডস।
কোনও নির্দিষ্ট পজিশনে থিতু না হওয়ার কারণেই সৌম্যর ভূমিকা কোনটি সেই প্রশ্নের উত্তর নেই কোচ স্টিভ রোডসের কাছে। অর্থাৎ ওপেনার, মিডল অর্ডার নাকি অলরাউন্ডার হিসেবে খেলতে অভ্যস্ত সৌম্য সেটা নিয়েই সন্দিহান ইংলিশ কোচ। তাঁর ভাষ্যমতে,
'আমি মনে করি যেসব ক্রিকেটার এই কাজটি করতে পারে তাঁকে আপনি কোনও নির্ধারিত পজিশনের জন্য নির্দিষ্ট করতে পারবেন না। সে কি একজন ওপেনার নাকি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, নাকি একজন অলরাউন্ডার?'
টাইগারদের প্রধান কোচ আরও যোগ করেন, 'এই প্রশ্নগুলোর উত্তর এখনও মনে হয় পাওয়া যায়নি। শুধু একজন মানুষই পারে এর উত্তর দিতে এবং সে হলো সৌম্য। আশা করি সে ধারাবাহিক সাফল্য পাবে এবং একটি পজিশনে নির্দিষ্ট হতে পারবে।'