বিধ্বংসী ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেন ডি ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পুরো ক্যারিয়ার জুড়ে আকাশ ছোঁয়া প্রত্যাশা ছিল এবি ডি ভিলিয়ার্সের ক্যারিয়ারের নিত্য সঙ্গী। দক্ষিণ আফ্রিকা কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে হোক, প্রত্যাশার চাপ ছায়া সঙ্গী হয়ে ছিল দক্ষিণ আফ্রিকার হয়ে একশ টেস্ট খেলা ডি ভিলিয়ার্সের।
অবসরের পর বিপিএলের দল রংপুর রাইডার্সের হয়ে খেলার সময়ও প্রত্যাশার চাপে কোন কমতি নেই তাঁর। গতবারের চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র দুইটি ম্যাচে জয় পেয়েছে।

ভাগ্য বদলের জন্য টুর্নামেন্টের মাঝপথে দলের সাথে যোগ দেয়া ডি ভিলিয়ার্সের দিকেই তাকিয়ে মাশরাফি-মুডির রংপুর। ডি ভিলিয়ার্সও জানেন, এই প্রত্যাশা নতুন কিছু নয়। তবে ক্রিকেট উত্থান পতনের খেলা, প্রতি ম্যাচেই ভালো করা সম্ভব নয়। তবে যেদিন ব্যাটে বলে হবে, সেদিন আতশবাজি ফুটবেই।
সিলেট জেলা স্টেডিয়ামে রংপুরের অনুশীলনের আগে ডি ভিলিয়ার্স বলেছেন, 'মানুষের প্রত্যাশা আমাকে অনুপ্রাণিত করে। আমার ক্যারিয়ার জুড়েই প্রত্যাশার চাপ ছিল। এটা আমার জন্য নতুন নয়।
'ক্রিকেট খেলাটাই উত্থান পতনের। আপনি প্রতি ম্যাচে পারফর্ম করতে পারবেন না। আমি স্পোর্টসের বাস্তবতা ভালোই জানি। আমি নিজের কাছে বেশি প্রত্যাশা করি না। তবে সময়ের ফাঁকে ফাঁকে আতশবাজির প্রত্যাশা করি।'
বাংলাদেশে টি-টুয়েন্টি উইকেট গুলো ব্যাটিং সহায়ক না হলেও সমস্যা নেই ডি ভিলিয়ার্সের। বাকি ব্যাটসম্যানদের জন্য মানিয়ে নেয়া কঠিন হলেও ডি ভিলিয়ার্স শোনালেন ভিন্ন কথা। তাঁর ভাষায়,
'আমার উইকেট নিয়ে তেমন সমস্যা নেই। আমি নিজের সামর্থ্যে নিয়েই বেশি ভাবি। উইকেট সবসময় ভালোই থাকে আমি মনে করি। কিছু বল হয়তো টার্ন করে। আমি তেমন চিন্তা করি না এইসব নিয়ে। এর আগের ম্যাচের উইকেট তো ভালোই ছিল। আশা করি আমাদের পরের ম্যাচেও এমন থাকবে।'