আইপিএলে বিপিএলের কথা শুনেছিলেন ডি ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আইপিএলের পরিচিত মুখ এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন দীর্ঘ দিন থেকেই বিপিএলের কোয়ালিটি ক্রিকেট সম্পর্কে জানা আছে তাঁর। আইপিএলে খেলার সময় থেকেই ক্রিকেটারদের কাছে টুর্নামেন্টটির প্রশংসা শুনে এসেছেন তিনি।
বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসার পরের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই প্রোটিয়া তারকা। রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা ডি ভিলিয়ার্স বিপিএলের ভূয়সী প্রশংসা করে বলেছেন,

'আমি বিপিএল সম্পর্কে এর আগে ভালো কথাই শুনেছি। আইপিএলে খেলা ক্রিকেটারদের কাছে এর আগেও বিপিএলের কথা শুনেছি। তাঁরা বলেছিলো যে এখানকার ক্রিকেটের কোয়ালিটি অসাধারণ।'
ডি ভিলিয়ার্সের মতে প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি হচ্ছে বিপিএলের। প্রতি আসরেই বিশ্বমানের তারকা ক্রিকেটাররা খেলতে আসছেন এখানে। বাড়ছে প্রতিযোগিতাও। আর তাই বিপিএলের অংশ হতে পেরে দারুণ খুশি প্রোটিয়া তারকা। তাঁর ভাষ্যমতে,
'এটি এমন একটি টুর্নামেন্ট যেটি কিনা প্রতি বছরই উত্তরোত্তর উন্নতি করছে। আমি বেশ খুশি এ বছর টুর্নামেন্টটির অংশ হতে পেরে।'
উল্লেখ্য টি টুয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত ২৬১ টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
যেখানে রান করেছেন ৩৫.১৮ গড়ে ৬৯৩১। আর তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৮.৪৪। সবমিলিয়ে বলা চলে বিপিএলে তাঁর মতো তারকা ক্রিকেটারের যোগ দেয়া নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করবে টুর্নামেন্টটিতে।