promotional_ad

বাংলাদেশের বিশ্বকাপের দল কৌতূহলোদ্দীপক হবেঃ ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের দল বাছাই করার ব্যাপারটি বেশ কৌতূহলোদ্দীপক হবে, মতামত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের। বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলতে এসে স্থানীয় ক্রিকেটারদের সাথে ভালোই সখ্যতা হয়েছে এই অজির।


দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখার পর ক্রিকফ্রেঞ্জিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ওয়ার্নার। তাঁর বিশ্বাস বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে বিশ্বমানের বোলাররাই অন্তর্ভুক্ত থাকবে। অজি এই ব্যাটসম্যানের ভাষায়,  



promotional_ad

'এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। বাংলাদেশের বিশ্বকাপের দল বাছাই করার ব্যাপারটি বেশ কৌতূহলোদ্দীপকই হবে কারণ এখানে অনেক প্রতিভা রয়েছে। অবশ্যই ইংল্যান্ডের কন্ডিশনে খেলতে গেলে দলে কিছু বিশ্বমানের বোলার থাকবে।'


বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ার্নার উল্লেখ করেছেন তাসকিন, আল-আমিন এবং মেহেদি হাসান রানার নাম। তাসকিনের বিপক্ষে এর আগেও খেলার অভিজ্ঞতা থাকায় তাঁকে বেশ ভালোই চেনেন তিনি। আল-আমিন এবং তরুণ রানাকেও খুব কাছ থেকে দেখছেন ওয়ার্নার। কোচ এবং অধিনায়কের পরামর্শ কাজে লাগানোরও চেষ্টা করছেন তাঁরা। সিক্সার্স অধিনায়ক বলেছেন, 


'আমি এর আগে তাসকিনের বিপক্ষে খেলেছি এবং আমি জানি সে ঠিক কিভাবে বোলিং করে। সে দারুণ একজন চটপটে বোলার। আপনার আল-আমিন এবং তরুণ বোলার রানা (মেহেদি হাসান) আছে যে অসাধারণ। এই ছেলেরা বর্তমানে ভালো খেলছে এবং সত্যি কথা বলতে আমি এবং ওয়াকার যা বলছি সেগুলো তাঁরা শুনছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball