বাংলাদেশিদের পার্থক্য দেখিয়ে দিলেন ওয়ার্নার

ছবি: ডেভিড ওয়ার্নার

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অস্ট্রেলিয়ান এবং বাংলাদেশি ক্রিকেটারদের শরীরী ভাষার মাঝে যে বিস্তর ফারাক রয়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে ফিটনেসের দিক থেকে অজিরা যোজন দূরত্বে এগিয়ে বাংলাদেশিদের থেকে।
বিপিএলে খেলতে এসে সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার সেই পার্থক্যই দেখিয়ে দিয়েছেন স্পষ্টভাবে। ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে এই তিনি জানিয়েছেন তাঁর তথা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফিটনেসের রহস্য। হার্ডহিটার এই ব্যাটসম্যান বলেছেন,

'পার্থক্য হলো যখন আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে আসি তখন নিজেদেরকে ঠিক রাখার জন্য আমরা সবকিছু করে থাকি এবং এরপর অন্যরা এটি অনুসরণ করে কারণ দিন শেষে আপনাকে ফিট থাকতে হবে খেলার জন্য।'
খেলার বিরতির মাঝে জিমে গিয়ে নিজেকে ব্যস্ত রাখেন ওয়ার্নাররা। আর এর ফলে যথেষ্ট ফিট থাকতে পারেন খেলার সময়েও। দীর্ঘ সময় ধরে এভাবে নিজেদের ফিট রাখার রীতিটি কঠোরভাবে মেনে আসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ওয়ার্নারের ভাষ্যমতে,
'খেলার ফাঁকে আপনি বেশ কিছু সময় পাবেন। আর এই সময়ের মধ্যে আপনি জিমে গিয়ে নিজেকে সক্রিয় রাখতে পারবেন। এটি করতে পারলে তারা অনেক উপকৃত হবে কারণ আপনি যদি অতিরিক্ত কাজ করেন তাহলে সেটি আপনার ব্যাথার কারণ হবে না। আমি মনে করি এই বিষয়টিই আমাদের মাঝে বদ্ধমূল রয়েছে দীর্ঘ সময় ধরে। আমরা যা করি তার মধ্যে ফিটনেস অনেক বড় একটি অংশ।'