promotional_ad

ডি ভিলিয়ার্স ম্যাজিকে আস্থা নেই মুডির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রংপুরের হয়ে আগামী ম্যাচেই মাঠে নামতে পারেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে সিলেট সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ডি ভিলিয়ার্স একাই ম্যাজিক দেখাবেন কিংবা ম্যাচ জেতাবেন এমনটা ভাবা একেবারেই বোকামি, মতামত দলের প্রধান কোচ টম মুডির।


তারকা এই ব্যাটসম্যান দলের সাথে যোগ দেয়ায় যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে রংপুরের। কিন্তু  দলগত প্রচেষ্টা না থাকলে একা এবিডি কিছু করতে পারবেন না জানিয়ে সাংবাদিকদের অস্ট্রেলিয়ান কোচ বলেছেন,       



promotional_ad

'এবি ডি ভিলিয়ার্সের যোগ দেয়া অবশ্যই অনেক শক্তি বৃদ্ধি করবে। তবে সে একাই ম্যাচ জেতাবে এমনটা ভাবা বোকামি হবে। জয়ের পেছনে দলগত প্রচেষ্টাই বেশি জরুরী। একা কেউই কখনো রাতারাতি পরিবর্তন আনতে পারবে না। আমরা তাঁকে আমাদের দলে এনেছি কারণ আমরা জানি সে একজন বিশ্বমানের ক্রিকেটার।' 


শুধু ডি ভিলিয়ার্সের পারফর্মেন্সের ওপর নির্ভর না করে তিন বিভাগেই উন্নতি করার ক্ষেত্রে গুরুত্ব দিতে চান মুডি। প্রত্যেক ক্রিকেটারকে অবদান রাখার আহ্বান জানিয়ে রাইডার্সদের এই কোচের ভাষ্য,   


'এবি যেকোনো ড্রেসিং রুমেই ভ্যালু অ্যাড করতে পারবে। তবে দিন শেষে শুধু তাঁর অবদানের ওপর নির্ভর করাটা ঠিক হবে না। আমাদের প্রত্যেককে অবদান রাখতে হবে। সেটি শুধু ব্যাটিংইয়েই নয়, বোলিং এবং ফিল্ডিংয়েও।'  



উল্লেখ্য এখন পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চমে আছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। আগামী ১৯তারিখ সিলেটের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball