আমরা জানি আমাদের বোলিং ভালোঃ মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উড়তে থাকা ঢাকা ডাইনামাইটসকে ২০ রানে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস।
সাকিবদের বিপক্ষে দারুণ এই জয়ের পেছনে মূল কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন অধিনায়ক মিরাজ। কেননা ১৩৭ রানের লক্ষ্য নিয়েও এই বোলারদের কল্যাণেই ঢাকাকে ২০ রানে হারাতে পেরেছে রাজশাহী।
বোলিংয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ব্যাটিংয়েও গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন মিরাজ। আগামী ম্যাচে অতিরিক্ত ২০ রান যোগ করার প্রত্যাশা করে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন,

'আমরা জানি আমাদের বোলিং অনেক ভালো। আমাদের আরও রান করতে হবে। আশা করি আগামী ম্যাচে আমরা অতিরিক্ত ২০ রান করতে পারবো।'
ঢাকার বিপক্ষে এদিন দারুণ ব্যাটিং করেছিলেন মার্শাল আইয়ুব এবং শাহরিয়ার নাফিস। দুজনে মিলে গড়েছিলেন সত্তর ঊর্ধ্ব জুটি। মার্শাল ৪৫ এবং নাফিস করেছিলেন ২৫ রান। ম্যাচ শেষে তাই মিরাজের প্রশংসায় ভেসেছেন দুইজন,
'আমাদের ব্যাটসম্যানেরা ভালো করেছে, বিশেষ করে মার্শাল এবং শাহরিয়ার নাফিসকে ধন্যবাদ। তবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা ভালো করতে পারেনি,' বলেছেন মিরাজ।
উল্লেখ্য আগামী ২১শে জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মিরাজের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।