ব্যাটিং আমাদের ডুবিয়েছেঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজশাহী কিংসের ছুঁড়ে দেয়া ১৩৭ রানের মামুলি লক্ষ্য টপকাতে ব্যর্থ হওয়ার পর নিজেদের বাজে ব্যাটিংকে দুষেছেন ঢাকা ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।
কিংসদের বিপক্ষে ২০ রানে পরাজিত হওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের কণ্ঠে আক্ষেপ ঝরেছে দলের ব্যাটিং নিয়ে। একই সাথে টি টুয়েন্টিতে এমনটা হতেই পারে উল্লেখ করে সান্ত্বনা খুঁজছেন তিনি। আগামী ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে ডাইনামাইটস অধিনায়ক বলেছেন,

'ব্যাটিংই আমাদের ডুবিয়েছে, তবে এটি টি টুয়েন্টিতে হতেই পারে এবং সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে। আমরা প্রত্যেক ম্যাচের জন্যই প্রস্তুত থাকি। প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম এবং দ্বিতীয় পজিশনে থাকা দল মাত্র দুটি সুযোগ পাবে, আমরা এই ব্যাপারে সতর্ক আছি।'
ম্যাচটির শুরুতে ব্যাটিং করতে নেমে দলীয় ২ রানে মেহেদি মিরাজের উইকেটটি হারালেও মার্শাল আইয়ুব এবং শাহরিয়ার নাফিসের ৭৫ রানের জুটিতে একটা সময় বড় পুঁজি গড়ার আভাস দিচ্ছিলো রাজশাহী।
কিন্তু ঢাকার বোলারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত আর সেটি সম্ভব হয়নি। আর সেই কারণে নিজ দলের বোলিংয়ের প্রশংসা করেছেন সাকিব। তাঁর ভাষ্যমতে, 'রাজশাহী যেভাবে শুরু করেছিলো তাতে আরও রান করতে পারতো। কিন্তু আমরা তাদের রুখে দিয়েছি।'