ঢাকার জয়রথ থামালো রাজশাহী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবশেষে ঢাকা ডাইনামাইটসের জয়রথ থামাতে সক্ষম হয়েছে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস। টানা ৪টি ম্যাচে জেতা ডাইনামাইটসদের আজ ২০ রানে হারিয়েছে কিংসরা। এদিন রাজশাহীর ছুঁড়ে দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৬ রানে থেমেছে সাকিবদের দলীয় ইনিংস।
জয়ের জন্য একটা সময় ঢাকা ডাইনামাইটসের প্রয়োজন ছিলো ২১ বলে ৫১ রান। হাতে ছিলো ৪টি উইকেট। তবে এরপরেও জয়ের আশা দেখছিলো সাকিবদের দল। কেননা ক্রিজে তখনও যে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান হার্ডহিটার কাইরন পোলার্ড।
দলকে জিতিয়ে মাঠ ছাড়ার মতো সামর্থ্য পোলার্ডের ছিলো বলেই হয়তো তখনও নির্ভার মনে হচ্ছিলো ঢাকাকে। কিন্তু ব্যর্থ হয়েছেন পোলার্ড। জয়ের নায়ক হিসেবে নয়, বরং পরাজয়ের কাতারেই থাকতে হয়েছে তাঁকে।
কামরুল ইসলাম রাব্বির করা ১৭তম ওভারের তৃতীয় বলটি ফুলটস থাকায় সজোরে হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান হার্ডহিটার পোলার্ড। বলটি বাউন্ডারি পারও হয়ে যাচ্ছিলো। কিন্তু সেটি আর হতে দেননি রায়ান টেন ডেসকাট।
মাথার ওপর দিয়ে পার হয়ে যেতে থাকা বলটি নেদারল্যান্ডের এই ক্রিকেটার অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ঝাঁপ দিয়ে লুফে নেন এবং সীমানার দ্বারপ্রান্তে থেকে ছুঁড়ে দেন মাঠের ভেতরে। পরবর্তীতে সেটি ধরে ফেলেন বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নামা সৌম্য সরকার। আর এরই সাথে ১৩ রানে শেষ হয় কাইরন পোলার্ডের অধ্যায়। ফলে পরাজয় আরও তরান্বিত হয় ঢাকার।আর পোলার্ড ফেরার পর আর কেউই হাল ধরতে পারেননি ঢাকার।
ঢাকার বিপক্ষে এদিন দুর্দান্ত পারফর্ম করেছেন রাজশাহীর বোলাররা। তাঁদের ক্ষুরধার বোলিংয়ের সামনে বর স্কোর গড়তে পারেননি কোনও ব্যাটসম্যানই। বিশেষ করে যার কথা না বললেই নয় তিনি হলেন কিংসদের অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি।

কম যাননি অধিনায়ক মেহেদি মিরাজও। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন ইসুরু উদানা, কামরুল রাব্বি এবং মুস্তাফিজুর রহমান।
আর ঢাকার ব্যাটসম্যানদের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান শুধু খেলেছেন বিশ ঊর্ধ্ব একটি ইনিংস। ১৪ বলে ১টি ছয় এবং ২টি চারের সাহায্যে ২১ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে নাঈমের ব্যাট থেকে।
এর আগে বিপিএলের ১৭তম এই ম্যাচে আজ খেলতে নেমে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজশাহী অধিনায়ক মিরাজ। এরপর ব্যাটিং করতে নেমে ঢাকার সামনে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় তারা।
ব্যাট হাতে বিশ ঊর্ধ্ব ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফিস এবং জাকির হাসান। নাফিস ২৭ বলে ২৫ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির ১৮ বলে ২০ রান করেছেন। বাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে ইনিংস শেষ হয়েছে মিরাজের রাজশাহীর।
ঢাকার পক্ষে দুই ক্যারিবিয়ান বোলার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দারুণ বোলিং করেছিলেন। ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন স্পিন তারকা নারিন। যেখানে ১টি উইকেট পেলেও ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়েছেন রাসেল।
ঢাকার বাকি বোলাররাও দারুণ পারফর্ম করেছেন। ৩ ওভারে উইকেটশুন্য থাকলেও ১৭ রান খরচ করেছেন পেসার রুবেল হোসেন। এছাড়াও অধিনায়ক সাকিব আল হাসান এবং আলিস আল ইসলাম ১টি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ১৩৬/৬ (২০ ওভার) (মার্শাল-৪৫, নাফিস-২৫; নারিন-৩/১৯, রাসেল-১/১৭)
ঢাকা ডাইনামাইটসঃ ১১৬/৯ (২০ ওভার) (সোহান- ২১, নাঈ???-১৭; সানি-৩/৮, মিরাজ-২/১৮)
টসঃ রাজশাহী (ব্যাটিং)
ফলাফলঃ রাজশাহী কিংস ২০ রানে বিজয়ী