সানির তৃতীয় শিকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী কিংসঃ ১৩৬/৬ (২০ ওভার) (মার্শাল-৪৫, নাফিস-২৫; নারিন-৩/১৯, রাসেল-১/১৭)
ঢাকা ডাইনামাইটসঃ ৬২/৫ (১২ ওভার) (নাঈম- ৩*, পোলার্ড- ৭*)
টসঃ রাজশাহী (ব্যাটিং)
সানির তৃতীয়ঃ
বল হাতে ডাইনামাইটস শিবিরে তৃতীয়বারের মতো আঘাত হেনেছেন স্পিনার আরাফাত সানি। দারুণ একটি আর্ম ডেলিভারিতে রনি তালুকদারের ষ্ট্যাম্প ভেঙ্গে দিয়েছেন তিনি। বলটি ড্রাইভ করতে গিয়েছিলেন রনি।
কিন্তু বেশ টার্ন করে ষ্ট্যাম্পে আঘাত করে তাঁর। ফলে ১৪ রানে সাজঘরে ফিরতে হয় রনিকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ডাইনামাইটসের স্কোর ৫ উইকেটে ৬২ রান।

ব্যর্থ সাকিবঃ
১৩ রান করে আরাফাত সানির দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ফলে মাত্র ৪৯ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে দলটি।
সানির করা নবম ওভারের দ্বিতীয় বলটি স্লগ করে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত মিড উইকেট অঞ্চলে তাঁকে ধরা পরতে হয় ক্রিস্টিয়ান জঙ্কারের হাতে। সেই ওভারটি মেইডেনও নিয়েছেন সানি।
জাজাইয়ের পর রাসেলেরও বিদায়ঃ
জাজাই আউট হওয়ার পর কিংসদের অভিজ্ঞ স্পিনার আরাফাত সানির বলে ফিরতে হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও। ফলে পর পর দুই হার্ডহিটারকে হারিয়ে বিপদের মুখে পড়েছে ঢাকা।
সানির লেগ ষ্ট্যাম্পের ওপর করা চতুর্থ ওভারের প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়েছিলেন রাসেল। কিন্তু শেষ পর্যন্ত মিড অন অঞ্চলে রায়ান টেন ডেসকাটের হাতে ধরা পড়তে হয় তাঁকে। মাত্র ১১ রান করতে সক্ষম হয়েছেন এই ক্যারিবিয়ান।
ফিরলেন ভয়ঙ্কর জাজাইঃ
মিরাজের পর দ্বিতীয় আঘাত হানেন লঙ্কান পেসার ইসুরু উদানা। তৃতীয় ওভারের চতুর্থ বলে আফগান হার্ডহিটার হজরতউল্লাহ জাজাইকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। ইয়র্কার লেন্থে করা বলটি অফ সাইডে ঠেলে দিতে চেয়েছিলেন জাজাই। কিন্তু পরবর্তীতে তাতে সক্ষম না হওয়ায় ষ্ট্যাম্পে আঘাত হানে বলটি।ফলে ৬ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
ডাইনামাইটস শিবিরে মিরাজের আঘাতঃ
দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সুনীল নারিনকে ফিরিয়েছেন কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ওভারের প্রথমে করা লেন্থ বলটি ব্যাটে বলে করতে ব্যর্থ হওয়ায় প্যাডে আঘাত করেছিলো নারিনের। এরপর জোরালো আবেদন ওঠে এলবিডব্লিউয়ের।
আম্পায়ার তাতে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানকে। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন তিনি। যদিও টিভি রিপ্লে দেখে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার।
রাজশাহী কিংস একাদশঃ
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সেকুগে প্রসন্ন, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাট।
ঢাকা ডাইনামাইটস একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নাঈম, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, হজরতউল্লাহ জাজাই, আলিস আল ইসলাম।