promotional_ad

দলকে বিপদে ফেলে ফিরলেন সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


রাজশাহী কিংসঃ ১৩৬/৬ (২০ ওভার) (মার্শাল-৪৫, নাফিস-২৫; নারিন-৩/১৯, রাসেল-১/১৭) 


ঢাকা ডাইনামাইটসঃ ৫২ (৯ ওভার) (রনি- ১৩*, পোলার্ড- ১) 


টসঃ রাজশাহী (ব্যাটিং)


ব্যর্থ সাকিবঃ 


১৩ রান করে আরাফাত সানির দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। ফলে মাত্র ৪৯ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে দলটি।



promotional_ad

সানির করা নবম ওভারের দ্বিতীয় বলটি স্লগ করে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন সাকিব। কিন্তু শে??? পর্যন্ত মিড উইকেট অঞ্চলে তাঁকে ধরা পরতে হয় ক্রিস্টিয়ান জঙ্কারের হাতে।এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ডাইনামাইটসের স্কোর ৪ উইকেটে ৫২ রান।     


জাজাইয়ের পর রাসেলেরও বিদায়ঃ


জাজাই আউট হওয়ার পর কিংসদের অভিজ্ঞ স্পিনার আরাফাত সানির বলে ফিরতে হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও। ফলে পর পর দুই হার্ডহিটারকে হারিয়ে বিপদের মুখে পড়েছে ঢাকা।


সানির লেগ ষ্ট্যাম্পের ওপর করা চতুর্থ ওভারের প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়েছিলেন রাসেল। কিন্তু শেষ পর্যন্ত মিড অন অঞ্চলে রায়ান টেন ডেসকাটের হাতে ধরা পড়তে হয় তাঁকে। মাত্র ১১ রান করতে সক্ষম হয়েছেন এই ক্যারিবিয়ান। 


ফিরলেন ভয়ঙ্কর জাজাইঃ  


মিরাজের পর ডাইনামাইটস শিবিরে দ্বিতীয় আঘাত হানেন লঙ্কান পেসার ইসুরু উদানা। তৃতীয় ওভারের চতুর্থ বলে আফগান হার্ডহিটার হজরতউল্লাহ জাজাইকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। ইয়র্কার লেন্থে করা বলটি অফ সাইডে ঠেলে দিতে চেয়েছিলেন জাজাই। কিন্তু পরবর্তীতে তাতে সক্ষম না হওয়ায় ষ্ট্যাম্পে আঘাত হানে বলটি।ফলে ৬ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।


ডাইনামাইটস শিবিরে মিরাজের আঘাতঃ 



দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ডাইনামাইটস শিবিরে আঘাত হেনেছেন কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ওভারের প্রথম বলেই ওপেনার সুনীল নারিনকে আউট করেছেন তিনি। মিরাজের লেন্থ বলটি ব্যাটে বলে করতে ব্যর্থ হওয়ায় প্যাডে আঘাত করেছিলো নারিনের। এরপর জোরালো আবেদন ওঠে এলবিডব্লিউয়ের।


আম্পায়ার তাতে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানকে। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন তিনি। যদিও টিভি রিপ্লে দেখে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার।  


রাজশাহী কিংস একাদশঃ 


মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সেকুগে প্রসন্ন, ক্রিস্টিয়ান জঙ্কার, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাট।  


ঢাকা ডাইনামাইটস একাদশঃ 


সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নাঈম, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, হজরতউল্লাহ জাজাই, আলিস আল ইসলাম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball