promotional_ad

সময় উপযোগী ইনিংস খেলতে চান জাকির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাওয়ার প্লে'তে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে ছিল রাজশাহী কিংস। সেখান থেকে দলকে ভালো অবস্থান এনে দিয়েছে মোহাম্মদ হাফিজ এবং তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের জুটি। পাঁচে নেমে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান জাকির। দলের প্রয়োজন অনুযায়ী খেলতে পেরেছেন তিনি, আগামীতেও এভাবে খেলা চালিয়ে যেতে চান ২০ বছর বয়সী এই তরুণ।


শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ রানে মিরাজ, মমিনুল এবং সৌম্যকে হারিয়ে যখন খাঁদের কিনারে রাজশাহী তখন দলকে লড়াই করার পুঁজি এনে দিয়েছিলেন জাকির। ৩৬ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর অপরাজিত ব্যাটিংয়ে ১৩৫ রানের সংগ্রহ পেয়েছিল রাজশাহী। দলের জয়ে বড় ভূমিকা রাখা জাকির হয়েছেন ম্যাচ সেরাও।



promotional_ad

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জাকির বলেন, 'দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আমরা চাপে পড়েছিলাম। আমি চেয়েছিলাম উইকেটে টিকে থাকতে এবং জুটি গড়তে। শেষ পর্যন্ত থাকতে পেরেছি। সামনের ম্যাচগুলোতেও পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলতে চেষ্টা করব।'


১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে ক্রিস গেইল, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুনদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইন-আপের বিপক্ষে পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী। রংপুরের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে পাঁচে অবস্থান করছে দলটি।


জাতীয় দলের হয়ে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল জাকিরের। এক ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে, নিয়েছেন মাত্র ১০ রান। তবে ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে দুর্দান্ত। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৮টি ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের রান সংখ্যা ১৯৪৮। যেখানে নয়টি অর্ধশতক এবং পাঁচটি শতক রয়েছে তাঁর।



লিস্ট 'এ' এবং টি-টুয়েন্টি খেলেছেন যথাক্রমে ৫০ এবং ২৬টি। যেখানে তাঁর রান ১৩৯০ এবং ২৬৭।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball