অধিনায়কত্ব উপভোগ করছেন মিরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সর্বকনিষ্ট অধিনায়ক হিসেবে রাজশাহী কিংসের নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে অবশ্য ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তাঁর দল হেরেছিল ৮৩ রানের ব্যবধানে।
মিরাজের অধিনায়কত্বে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। তারা খুলনা টাইটান্সকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। টাইটান্সদের বিপক্ষে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ।
খেলেছেন ৫১ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মিরাজ জানিয়েছেন অধিনায়কত্ব উপভোগ করছেন তিনি। তাছাড়া, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দারুণ সহযোগীতা পাচ্ছেন।

'আসলে দলের সবাই সাহায্য করছে। ম্যানেজমেন্টের সবাই সাহায্য করছে। দেশি ও বাইরের সবাই। খুব ভালো লাগছে। উপভোগ করেছি।'
অধিনায়ক হিসেবে ম্যাচ জিতে দারুণ আনন্দিত মিরাজ। সমন্বয়ের মাধ্যেম দল জয় পেয়েছে বলেই বিশ্বাস মিরাজের। দলের সবাই একত্র হয়ে পারফর্ম করলে দলের জয়ের হার বেড়ে যায় বলেই মনে করেন তিনি।
'ভালো লাগে। অধিনায়ক হিসেবে ভালো লাগে যখন দলের যারা আছে তাঁরা পারফর্ম করে। সমন্বয়ের মাধ্যমে দল জয় পেয়েছে। একত্র হয়ে খেলা যেটা, সবাই যদি একত্র হয়ে পারফর্ম করি তাহলে জয়ের হার বেড়ে যায়।'
ম্যাচ জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন মিরাজ। দলের সবাই নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার ফলেই ম্যাচটিতে জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
'আজকের ম্যাচে মমিনুল ভাই ভালো খেলেছে, আমিও দুইজনে কথা বলে ভালো শুরু করেছি। মুস্তাফিজ ভালো করেছে, উদানা ভালো করেছে। যার যার দায়িত্ব সে কিন্তু পালন করেছে। সবাই দায়িত্ব পালন করাতে আমাদের জন্য সহজ হয়ে গেছে।'