তিনে ব্যাট করার সিদ্ধান্ত ম্যানেজমেন্টেরঃ মিরাজ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনা টাইটান্সের বিপক্ষে তিন নম্বরে নেমে ৪৫ বলে ৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি ??াসান মিরাজ। তিন নম্বরে ব্যাটিংয়ে নামার কৃতিত্ব দলের ম্যানেজমেন্টকে দিচ্ছেন তিনি।
সাধারণত জাতীয় দলে লোয়ার অর্ডারে ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। রাজশাহী কিংসের হয়ে মিডল অর্ডারে তাঁকে ব্যাট করতে দেখা গিয়েছে।

কিন্তু খুলনার বিপক্ষে ম্যাচটিতে প্রথমবারের মতো তিনে নামতে দেখা গিয়েছে মিরাজকে। মৌসুমে নিজেদের প্রথম জয় পাওয়ার পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মিরাজ জানান,
'প্রথম জয় পেয়ে ভালো লাগছে অনেক। আমরা ভালোভাবে ফিরে আসতে পেরেছি, ছেলেরা ভালো খেলেছে। দলের ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ আমি। তাঁরাই আমাকে উপরের দিকে ব্যাট করতে বলেছে। বোলাররাও ভালো করেছে। বিশেষ করে উদানা এবং মুস্তাফিজ।'
উল্লেখ্য, শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে নামা মিরাজ এদিনে ছয়টি চার এবং একটি ছক্কা হাঁকান। ক্যারিয়ারে এটাই প্রথম টি-টুয়েন্টি ফিফটি মিরাজের। মমিনুলের সঙ্গে তাঁর গড়া ৮৯ রানের জুটিটি পথ দেখায় রাজশাহীকে।