পান্ডিয়া-রাহুলকে শোকজ নোটিশ দিল বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণে' অতিথি হয়ে গিয়েছিলেন দুই ভারতে দুই জনপ্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। এই অনুষ্ঠানে গিয়ে নারী বিদ্বেষী মন্তব্য করেছে হার্দিক।
এই কারণে তিনি টুইটারে ক্ষমাও চেয়েছেন। তবে বিষয়টি এখানেই শেষ হয়ে যায়নি। বিষয়টিকে একেবারেই লঘুভাবে দেখছে না বিসিসিআই। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই দুই ক্রিকেটারকেই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর দিয়েছে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান বিনোদ রায়।
'পাণ্ডিয়া ক্ষমা চাওয়াতেই বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না। এতে বোঝা যাচ্ছে যে, নারীদের সম্মানের মতো গুরুতর বিষয়টা ও অত্যন্ত হাল্কা ভাবেই নিয়েছে। তাকে বুঝতে হবে আমাদের দেশে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের প্রভাব কতটুকু।
তাকে ঠিক ও ভুলের মধ্যে ফারাকটা বুঝতে হবে। নিজের ব্যবহার ও ভাবনার পরিচয় ফুটে উঠছে তাঁর মন্তব্যে। যার জেরে এই রোষ। এর উত্তর তাকে দিতেই হবে।'
অন্যদিকে সংবাদসংস্থা পিটিআই-কে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন বোর্ড এবার থেকে ভেবে দেখবে, ভবিষ্য়তে এরকম অক্রিকেটীয় অনুষ্ঠানে ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দেবে কিনা বোর্ড।