promotional_ad

বিপর্যস্ত খুলনার মুখোমুখি মিরাজের রাজশাহী

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ৮ রানের ব্যবধানে হেরেছিল খুলনা টাইটান্স। মঙ্গলবার তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও হেরেছে। যা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের (১০৫) ব্যবধানে হারের রেকর্ড।


টানা দুই ম্যাচে হারের দুঃখ ভুলে বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।


রাজশাহী তাদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছিল ৮৩ রানের ব্যবধানে। কাগজে কলমে রাজশাহীর চেয়ে অনেকটাই পিছিয়ে খুলনা। জুনায়েদ সিদ্দিকী ছাড়া আর কারও ব্যাটেই রান নেই।


promotional_ad

বোলিংয়ে অবশ্য ডেভিড ভিসে ও তাইজুল ইসলামের ফর্ম স্বপ্ন দেখাচ্ছে খুলনাকে। রাজশাহী নিজেদের প্রথম ম্যাচে হারলেও বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে এবার ঘুরে দাঁড়ানোর মিশন তাদের।


প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের সাথে বোলিংটা ছিল গড়পড়তা। তবে মিরাজ-মুস্তাফিজরা জ্বলে উঠলে যেকোনো দলকেই গুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে তরুণ্য নির্ভর রাজশাহী কিংস।


নজর থাকবে যাদের ওপরঃ


পল স্টার্লিং (খুলনা টাইটান্স):- দল হারলেও প্রথম ম্যাচে আলো ছড়িয়েছিলেন খুলনা টাইটান্সের আইরিশ ওপেনার পল স্টার্লিং। ৩৮ বলে ফিফটি তুলে নেওয়া স্টার্লিং ফিরেছিলেন ৪৬ বলে আটটি চার এবং একটি ছক্কায় ৬১ রান করে। ঢাকার বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে মাত্র ১ রান করলেও বল হাতে মাত্র ২ রানে ২ উইকেট তুলে নিয়ে দারুণ চমক দেখিয়েছেন তিনি। তাই রাজশাহীর বিপক্ষে ম্যাচেও তাঁর দিকে নজর থাকবে সবার।


মেহেদী হাসান মিরাজ (রাজশাহী কিংস):- আন্তর্জাতিক আঙিনায় নিজেকে অলরাউন্ডার হিসেবে মেলে ধরেছেন মেহেদী হাসান মিরাজ। এবার তাকে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে, দলের জন্য আরও বেশি অবদান রাখার সুযোগ রয়েছে তাঁর। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে নিজেকে মেলে ধরতে চাইবেন তিনি।


রাজশাহী কিংস স্কোয়াডঃ মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি এবং শাহরিয়ার নাফিস, ইসুরু উদানা, লরি এভান্স, কায়েস আহমেদ , ক্রিশ্চিয়ান জঙ্কার, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি ও মোহাম্মদ হাফিজ।


খুলনা টাইটান্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহুরুল ইসলাম, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, জহির খান, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড উইজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball