মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। টসে জিতে বোলিংয়ে নেমে আগুন ঝরা বোলিং করেছেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা।
ক্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। এই ম্যাচে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিনি দখল করেছেন ৪টি উইকেট। এর আগে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট।

এই ম্যাচের শুরুতে কুমিল্লার ওপেনার তামিম ইকবালকে লং অনে ফরহাদ রেজার ক্যাচ বানিয়ে নিজের উইকেটের খাতা খোলেন মাশরাফি। এরপর ইমরুল কায়েসকে পয়েন্টে রবি বোপারার ক্যাচ বানিয়েছেন তিনি।
কুমিল্লার আরেক ওপেনার এভিন লুইস লং অফে নাজমুল ইসলাম অপুর হাতে ক্যাচ দিয়ে মাশরাফির তৃতীয় শিকার হয়েছেন। আর ভিক্টোরিয়ান্স দলপতি স্টিভেন স্মিথ মিড অফে ক্যাচ দিয়েছেন ফরহাদ রেজার হাতে।
ফলে, নির্ধারিত ৪ ওভার ফুরিয়ে যাওয়াত রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজাকে সন্তুষ্ট থাকতে হয়েছে উইকেট নিয়েই । এদিকে, এবারের আসরে মোট ২টি ম্যাচ খেলেছে রংপুর।
এর মধ্যে প্রথম ম্যাচে তারা চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরেছে ৩ উইকেটের ব্যবধানে। অবশ্য দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানের স্বস্তির জয় পেয়েছে।