রংপুরের একাদশে গেইল

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সিলেট সিক্সার্সের বিপক্ষে। অন্যদিকে, রংপুর দুই ম্যাচ খেলে ১টি ম্যাচে জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথম দুই ম্যাচে না খেললেও, এই ম্যাচে রংপুরের একাদশে আছেন ক্রিস গেইল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মেহেদী হাসান, শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।
রংপুর রাইডার্স একাদশঃ
রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।