ইনিংসে ১০ উইকেট নিলেন পুষ্পকুমারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছর লঙ্কানদের জার্সি গায়ে অভিষেক হয়েছে লঙ্কান স্পিনার মালিন্দা পুষ্পকুমারার। তবে আলো ছড়াতে পারেননি। তবে সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ এক কীর্তি গড়েছেন তিনি।
যে কারণে ক্রিকেট বিশ্ব তাকে সারাজীবন মনে রাখবে। তিনি কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ৩৭ খরচায় প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছেন। রবিবার মোরাতুয়া মাঠে স্যারাসেন স্পোর্টস ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।

টানা ১৮.৪ ওভারের স্পেলে একের পর এক উইকেট তুলে নিয়ে এই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে দলও জিতেছে ২৩৫ রানের বিশাল ব্যবধানে। ৩৪৯ রানের লক্ষ্যে নামা স্যারাসেন অলআউট হয়েছে ১১৩ রানে।
২০০৯ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো এই কীর্তি গড়লেন কোনো বোলার। সবশেষ এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। তবে মুলতানের হয়ে ১০ উইকেট নিতে বাবর খরচ করেছিলেন ১৪৩ রান।
বাবরের চেয়ে এগিয়ে থাকলেও সবচেয়ে কিপটে বোলিংয়ে ১০ উইকেট নেয়ার কীর্তির অনেক পেছনে পুষ্পকুমারা। প্রথম শ্রেণির ক্রিকেটে এর চেয়ে কম রান দিয়ে ১০ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে ১২টি।
এই রেকর্ডে ১৩তম স্থানে থাকলেও লঙ্কান বোলারদের মধ্যে তিনিই প্রথম ১০.উইকেট শিকার করেছেন। এর মধ্যে ১০ জন বোলারই প্রথম শ্রেণীর ক্রিকেটে এই কীর্তি গড়েছেন।
তাছাড়া, ইনিংসে ১০ উইকেট নেয়ার রেকর্ড আন্তর্জতিক ক্রিকেটে গড়তে পেরেছেন কেবল দুইজন। তারা হলেন জিম লেকার ও অনিল কুম্বলে।