promotional_ad

যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ভারতঃ পেইন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ড্র করে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।


সিরিজ হারের পর অজি অধিনায়ক টিম পেইন জানিয়েছেন এই হারের কারণে হতাশ তিনি। তবে যোগ্য দল হিসেবে ভারত সিরিজ জিতেছে বলেও স্বীকৃতি দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


promotional_ad

‘এভাবে সিরিজ হেরে যাওয়ায়, হতাশ হওয়া ছাড়া কোন সউপায় নেই। তবে ভারত ভালো খেলেছে, সিরিজ জয় তাদেরই প্রাপ্য।’


সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে ৩১ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছিল ভারত। এরপর পার্থে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে তারা ভারতকে হারায় ১৪৬ রানের ব্যবধানে।


আর তৃতীয় ম্যাচে ১৩৭ রানের জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। শেষ টেস্ট ড্র হলে আর সমতায় ফেরা হয়নি অজিদের। পেইন মনে করেন শেষ দুই টেস্টে তাঁর দল ভারতের সাথে লড়াই জমাতেই ব্যর্থ হয়েছে। ফলে সুযোগ পেয়েছে ভারত।  


‘শেষ দু’টি টেস্টে ভারতের সামনে আমরা লড়াই-ই করতে পারিনি। এতে সিরিজ জয়ের সুযোগ পেয়ে যায় ভারত। প্রথম টেস্টে অ্যাডিলেডে আমরা লড়াই করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগেনি। পার্থে জয়ের পরও আমরা ঘুড়ে দাঁড়াতে পারিনি। যোগ্য দল হিসেবেই ভারত সিরিজ জিতেছে। পুরো সিরিজেই ইতিবাচক ক্রিকেট খেলেছে কোহলির দল। সিরিজের শেষটা ছিল আমাদের জন্য চূড়ান্ত হতাশার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball