অস্ট্রেলিয়া জয় বিশ্বকাপ জয়ের চেয়েও বড়!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ৮৩র বিশ্বকাপ জয়ের চেয়েও বড় অর্জন মনে করছেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। আর অধিনায়ক কোহলির চোখে এই জয় ক্যারিয়ারের সেরা সাফল্য।
সোমবার সিডনীতে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে ভারত। এরপর সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে কোহলিদের এই জয়কে অনন্য স্বীকৃতি দিলেন রবি শাস্ত্রী।
'আমি আপনাদের বলছি যে, এই জয়ে কতটা খুশি আমি। ১৯৮৩ সালের বিশ্বকাপ কিংবা তার ২ বছর পরের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেটে জয়ের সঙ্গে আজকের এই জয় সমান তুলনীয়। আমি আরও বলব যে, সেইসব ট্রফি জয়ের চাইতেও এবার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে নেওয়াটা অনেক বেশি কৃতিত্বের। কারণ কোহালিরা বাজিমাত করেছে ক্রিকেটের সবচেয়ে প্রসিদ্ধ ঘরানা টেস্টে।'

এদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এই টেস্ট সিরিজ জয়কে ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের অনুভূতি সেভাবে স্পর্শ না করলেও এই জয়ের উপলব্ধি দারুণ ভারতীয় অধিনায়কের কাছে।
'আমার ক্যারিয়ারের সেরা সাফল্য। ২০১১ সালে আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখনকার সেই দলটায় আমিই ছিলাম সর্বকনিষ্ঠ সদস্য। আমার চারপাশের মানুষগুলোকে অদ্ভুত আবেগপ্রবণ হতে দেখেছিলাম। তবে আমি নিজে কিন্তু সেভাবে ব্যাপারটা উপলব্ধি করতে পারিনি।'
এই সাফল্যের জন্য দারুণ গর্বিত কোহলি। এতদিন ভারতীয় দল তথা এশিয়ার কোনো দলই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার সেটাই করে দেখিয়েছে কোহলির ভারত।
'অস্ট্রেলিয়ায় এটা আমার তৃতীয় সফর। এতদিন ভারতীয় ক্রিকেট দল যা পারেনি এবার আমরা সেটাই করে দেখিয়েছি। স্বভাবতই এই সাফল্যের জন্য আমরা গর্বিত। নির্দ্বিধায় বলতে পারি, এই জয় আমাদের দলকে নতুন পরিচিতি এনে দেবে। ভবিষ্যতে এই কীর্তির পুনরাবৃত্তি ঘটাতে ভারতীয় ক্রিকেটের তরুণ প্রজন্মকে এই বিজয় বাড়তি উৎস???হ দেবে।'
এই সিডনীর মাটিতেই প্রথম অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। সেবার আনকোরা হলেও এবার দারুণ পরিপক্ক তিনি। নিজেদের উপর বিশ্বাস রাখার কারণেই এই সাফল্য এসেছে বলে মনে করেন তিনি।
'আপনারা যদি দেখেন, এই দলটার ক্রিকেটারদের গড় বয়স খুবই কম। সবচেয়ে বড় কথা, ছেলেরা কখনও নিজেদের ওপর বিশ্বাস হারায়নি। বাইরে থেকে অন্য লোকজন কে কী বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে, নিজেদের ওপর বিশ্বাস রাখলেই সাফল্য পাওয়া যায়। এবারের অস্ট্রেলিয়া সফরই তার সবচেয়ে বড় প্রমাণ।'