ডিআরএস নিয়ে ভাবনায় বিপিএল কর্তৃপক্ষ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই খেলোয়াড়দের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনার শীর্ষে ডিসিশান রিভিউ সিস্টেম বা ডিআরএস। এবারই প্রথমবারের মতো ডিআরএস যুক্ত হয়েছে বিপিএলে।
তবে, ডিআরএসের মাধ্যমে নেয়া বিভিন্ন সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে। ডিআরএস আছে অথচ ‘আল্ট্রা-এজ’ বা ‘স্নিকোমিটার’ নেই। নেই হটস্পটও। ফলে আম্পায়ারদের সিদ্ধান্ত নিতে হচ্ছে স্লো মোশন আর শব্দ শুনে!

ব্যপক সমালোচনার পর নড়েচড়ে বসেছে বিপিএল কর্তৃপক্ষ। আগামী তিন দিনের মধ্যেই আল্ট্রা-এজ যুক্ত করার চেষ্টা চলছে। ক্রিকবাজের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান জালাল ইউনুস।
'আমরা আগামী তিন দিনের মধ্যে ডিআরএসকে ভালো ভাবে কাজ করার জন্য আল্ট্রা-এজ ব্যবহারের আশা করছি। আমরা ইতিমধ্যে ব্রডকাস্টারদের সাথে এটি নিয়ে আলোচনা করেছি।'
সিলেট সিক্সার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি স্টিভ স্মিথের আউট নিয়েও ব্যপক আলোচনা হয়েছে। আল-আমিন হোসেনের একটি বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছিলেন স্মিথ।
তবে শুরুতে আউট দেননি আম্পায়ার। পরে রিভিউ নেওয়ায় তৃতীয় আম্পায়ার আউট দেন। কিন্তু রিপ্লেতে খুব ভালোভাবে তা বোঝা যায়নি। এই আউট নিয়ে সংবাদ সম্মেলনে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।