promotional_ad

রান-বন্যা দেখা যাবে নেলসনেও?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে শ্রীলংকার। নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাই নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশ মিশন আটকাতে পারে কিনা শ্রীলংকা সেটাই এখন দেখার বিষয়।


মঙ্গলবার মধ্যরাতে (বাংলাদেশ সময় মধ্যরাত রাত চার টায়) শুরু হবে এই ম্যাচটি। ম্যাচের আগে যতটাই হতাশাজনক অবস্থানে আছে শ্রীলংকা, ততোটাই স্বস্তিতে আছে কেন উইলিয়ামসন বাহিনী।


সিরিজের জয় নিশ্চিত হওয়ার কারণে শেষ ওয়ানডেতে বিশ্রাম পেতে পারেন পেসার ট্রেন্ট বোল্ট। তাঁর জায়গায় পেসার ডগ ব্রেসওয়েলকে খেলাতে পারেন তাঁরা। অপরদিকে শ্রীলংকা একাদশেও জায়গা মিলতে পারে দাসুন শানাকার।



promotional_ad

মাউন্ট মনগানুইতে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে যেমন রান-বন্যা হয়েছিল, নেলসনেও ঠিক তেমনটা প্রত্যাশা করছেন ক্রীড়া বিশ্লেষকরা। কেননা নেলসনের বাউন্ডারি লাইন মাউন্ট মনগানুই থেকেও কম।


উল্লেখ্য, প্রথম দুই ওয়ানডেতে শ্রীলংকার সংগ্রহ ছিল যথাক্রমে ৩২৬ এবং ২৯৮ রান। নিউজিল্যান্ডের ছিল যথাক্রমে ৩৭১ এবং ৩১৯ রান। 


সম্ভাব্য একাদশঃ-


নিউজিল্যান্ডঃ মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর,হেনরি নিকোলস, টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস নিশাম, ইশ সোধি, ডগ ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।



শ্রীলঙ্কাঃ দানুশকা গুনাথিকালা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball