promotional_ad

ফিট নাসিরকে দলে চান ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি সিলেট সিক্সার্সের অন্যতম অলরাউন্ডার নাসির হোসেন। তাই বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই তাঁকে ছাড়া দল সাজাতে হয়েছে সিলেটকে। কিন্তু দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফিট নাসিরকে খুব করেই দলে চাইছেন।


দলে নাসিরের অনুপস্থিতি দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটাচ্ছে। তাঁর অবর্তমানে ব্যাটিং অর্ডারের মাঝের দিকে খেলাতে হচ্ছে তরুণ ক্রিকেটারদের, যা বিপদে ফেলেছে সিলেটকে। দলে নাসির কতটা গুরুত্বপূর্ণ উপলব্ধি করছেন ওয়ার্নার।



promotional_ad

'তাঁকে (নাসির) দলে খেলানো হবে কিনা এ নিয়ে দোটানায় ছিল সবাই। আমি নিশ্চিত নই সে এই মুহূর্তে সম্পূর্ণ ফিট কিনা। যদি সে ফিট থাকে তাহলে তাঁকে অবশ্যই দলে খেলানো হবে।


'এই কারণে মিডেল অর্ডারে দুইজন তরুণ ব্যাটসম্যানকে দেখেছেন আপনারা,' রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন অস্ট্রেলিয়ান তারকা।


ব্যাট হাতে দারুণ ভূমিকা পালনের সাথে বল হাতেও অনেক কার্যকরী নাসির। দলে তাঁর না থাকা দুই দিকের অভাবই বোধ করেছে সিলেট।



২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নাসির। এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিলেন তিনি। ফুটবল অনুশীলনের সময় পায়ের লিগামেন্টের ইনজুরিতে পড়েন নাসির।


এরপর আট মাস খেলার বাইরে ছিলেন তিনি। বিপিএল দিয়ে আবার খেলায় ফিরে আসার কথা থাকলেও এখনও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় খেলার সুযোগ হয়নি তাঁর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball