promotional_ad

দ্রুত ফিরলেন স্টিভ স্মিথ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ৬২/৩ (১০ ওভার) (তামিম- ২৬*, মালিক-৯*)


সিলেট সিক্সার্সঃ ১২৭/৮ (২০ ওভার) (পুরান- ৪১, কাপালি-১৯) (সাইফুদ্দিন- ২/১৩, শহীদ- ২/২২)  


টসঃ সিলেট (বোলিং)


রিভিউয়ে ফিরলেন স্মিথঃ 



promotional_ad

মাত্র ১৬ রান করে আল-আমিন হোসেনের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন কুমিল্লার অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। ইনিংসের নবম ওভারের প্রথম বলটি কাট করতে চেয়েছিলেন কুমিল্লা দলপতি। কিন্তু ব্যাটের কানায় আলতো করে ছুঁয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়ে বলটি।


তবে খালি চোখে বোঝা না যাওয়ায় শুরুতে আউট দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নেয়ার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত টিভি রিপ্লেতে দেখে তৃতীয় আম্পায়ার স্মিথকে আউট ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ৬২ রান।  


 ব্যর্থ ইমরুলঃ 


এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচেই শুন্য রানে আউট হয়েছেন জাতিয় দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। সিলেটের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ ইরফানের করা চতুর্থ ওভারের পঞ্চম বলটি পুল করতে চেয়ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মিস করায় বলটি ষ্ট্যাম্পে আঘাত হানে ইমরুলের। ফলে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাঁকে। 


ভয়ঙ্কর হওয়ার আগেই লুইসের বিদায়ঃ 


সিলেটের ছুঁড়ে দেয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় মাত্র ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে স্টিভ স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আল-আমিন হোসেনের করা তৃতীয় ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন উইন্ডিজ হার্ডহিটার ব্যাটসম্যান এভিন লুইস। মাত্র ৫ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। 



সিলেট সিক্সার্স একাদশঃ 


ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সন্দীপ লামিচানে, অলোক কাপালি, লিটন দাস, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ 


স্টিভ স্মিথ (অধিনায়ক), আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মেহেদি হাসান, এভিন লুইস, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball