promotional_ad

স্মিথদের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিলো ওয়ার্নাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ১২৮ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্টিভ স্মিথের সিলেট সিক্সার্স।  


এদিন সিলেটের ইনিংসের ১৭ তম ওভার পর্যন্ত তাদের দলীয় রান ছিলো ৫ উইকেটে মাত্র ১০১। তবে মোহাম্মদ শহীদের করা ১৮তম ওভারের প্রথম দুই বলে এক ছয় এবং এক চারের সাহায্যে দলকে কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।


কিন্তু ইনিংসের শেষ পর্যন্ত টিকতে ব্যর্থ হয়েছেন তিনি। শহীদের তৃতীয় বলে মাত্র ২৬ বলে ৪১ রান করে লং অফ অঞ্চলে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন এই উইন্ডিজ ব্যাটসম্যান।


আর পুরানের ফেরার পর পরই দ্রুত আরও দুই উইকেট হারিয়ে অলআউটের শঙ্কায় পড়ে সিলেট। তবে শেষ পর্যন্ত সন্দীপ লামিচানে এবং আল-আমিন হোসেনের ব্যাটে পুরো ওভার খেলতে সক্ষম হয় তারা এবং ৮ উইকেটে মাত্র ১২৭ রান নিয়ে দলীয় ইনিংস শেষ করে। 


এদিন টসে হেরে ব্যাটিং করতে নামা সিলেটের ব্যাটসম্যানদের শুরু থেকেই চাপের মুখে রেখেছিলেন কুমিল্লার বোলাররা। দলীয় ৫৬ রানের মাথাতেই ৫টি উইকেট খুইয়ে বিপদে পড়েছিলো তারা। পাদপ্রদীপের আলোয় থাকায় সিলেট অধিনায়ক ওয়ার্নার মাত্র ১৪ রান করে আউট হয়েছেন তৌহিদ হৃদয়ের সাথে ভুল বোঝাবুঝিতে।



promotional_ad

ব্যাটিং করতে নেমে একটি বিশাল ছক্কা হাঁকানো ছাড়া আর কিছু করতে পারেননি সাব্বির রহমানও। তবে সবথেকে ব্যতিক্রম ছিলেন উইন্ডিজ ব্যাটসম্যান পুরান। অলোক কাপালির সাথে ৫৫ রানের জুটি গড়ে দলকে শতকের কোটা পার করানোর মূল ভূমিকা পালন করেছেন তিনি। ২০ বলে ১৯ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন কাপালি এছাড়াও তৃতীয় ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকেও এসেছে ১৯ রান।


কুমিল্লার বোলারদের মধ্যে সবথেকে সফল ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ শহীদ এবং মেহেদি হাসান। এই তিন বোলারই নিয়েছেন ২টি করে উইকেট। এছাড়াও শহীদ আফ্রিদি শিকার করেছেন ১টি উইকেট।   


সিলেট সিক্সার্স একাদশঃ 


ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সন্দীপ লামিচানে, অলোক কাপালি, লিটন দাস, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ 


স্টিভ স্মিথ (অধিনায়ক), আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মেহেদি হাসান, এভিন লুইস, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


সিলেট সিক্সার্সঃ ১২৭/৮ (২০ ওভার) (পুরান- ৪১, কাপালি-১৯) (সাইফুদ্দিন- ২/১৩, শহীদ- ২/২২)  


টসঃ সিলেট (বোলিং)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball