বিশ্বকাপের আগে সেরা পাঁচে বাংলাদেশ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে জয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। এক্ষেত্রে টাইগাররা ছাড়িয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো বড় দলগুলোকে।
বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার প্রায় পাঁচ মাস আগেই সেরা পাঁচে থেকে বছর শেষ করতে সক্ষম হয়েছে তারা। গত বছর সর্বমোট ২০টি ওয়ানডে ম্যাচে ১৩টি জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ। ফলে ৬৫ শতাংশ জয় নিয়ে সেরা পাঁচে উঠে এসেছিলো তারা।
বাংলাদেশের আগে এক থেকে তিন নম্বর স্থানগুলোতে ছিলো ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ২০১৮ সালে ২০টি ওয়ানডে খেলে ১৪টি জয়ের পাশাপাশি মাত্র ৪টিতে পরাজিত হয়েছিলো ভিরাট কোহলির ভারত। আর ২টি ম্যাচ টাই হয়েছিলো। শতকরা ৭৫ শতাংশ জয় নিয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছিলো তারা।

দ্বিতীয় এবং তৃতীয়তে থাকা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের জয়ের শতাংশ ছিলো যথাক্রমে ৭৩.৯১ এবং ৬৬.৬৬। ২৪টি ওয়ানডে খেলে বিগত বছরে ১৭টি জয় পেয়েছিলো ইংলিশরা। যেখানে তাদের পরাজয় বরণ করে নিতে হয়েছিলো মোটে ৬টিতে। আর একটি ম্যাচ পরিত্যক্ত ছিলো।
অপরদিকে ১৩টি ওয়ানডে খেলে ৮টি জয় নিয়ে বছর শেষ করেছিলো কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। যেখানে ৪টি পরাজয় সহ একটি পরিত্যক্ত ম্যাচ ছিলো তাদের।
তবে জয়ের দিক থেকে তলানিতে থেকে বছর শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩টি ওয়ানডেতে মাত্র ২টি জয় পেয়েছিলো অজিরা। যেখানে তাদের জয়ের শতাংশ ছিলো ১৫.৩৮।
দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং শ্রীলঙ্কাও জয়ের দিক থেকে বেশ পিছিয়ে থেকে বছর শেষ করেছে। ১৭টি ওয়ানডেতে ৯টিতে জয় নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল প্রোটিয়ারা (৫২.৯৪%)। যেখানে পাকিস্তান ১৮টি ম্যাচ খেলে ৮টিতে (৪৭.০৫%) ও শ্রীলঙ্কা ১৭টি ম্যাচে ৬টিতে (৩৭.৫০%) জয় পেয়েছিলো। এই দুই দল অষ্টম এবং নবমে থেকে বছর শেস করেছিলো।
অবশ্য ২০১৮ সালটি ভালো গিয়েছে আফগানিস্তানের। ২০টি ম্যাচের মধ্যে ১২টিতে জয় তুলে নিয়ে সেরা পাঁচে থেকে বছর শেষ করেছে তারা। আফগানদের জয়ের শতাংশ ছিলো ৬২.৫০। এছাড়াও উইন্ডিজরা ১৮টি ওয়ানডে ৮টিতে জয় নিয়ে অবস্থান করছে সপ্তমে। ৪৭.২২ শতাংশ জয় পেয়েছে তারা।