জাজাইয়ের অনুশীলনে শুধুই ছক্কা

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাতটি ছয় এবং চারটি চারে ৪১ বলে ৭৮ রান করা হজরতউল্লাহ জাজাই বিপিএল উদ্বোধনী দিনেই আলোচনায় উঠে এসেছেন। রাজশাহীকে ডায়নামাইটসের গুঁড়িয়ে দেওয়ার ম্যাচ শেষে জানা গেল, অনুশীলনে শুধুই 'ছক্কা হাঁকান' জাজাই।
ঢাকা ডায়নামাইটসের এই ওপেনার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এমন কথা। দারুণ এক ম্যাচ খেলার পরে নিজ দলের কোচ এবং অধিনায়ককেও কৃতিত্ব দিয়েছেন এই আফগান তারকা।

'আমার কোন গোপনীয়তা নেই। আমি শুধু নিজের সামর্থ্যে বিশ্বাস রাখি এবং আমার শটে বিশ্বাস রাখি। আমি যখন অনুশীলন করি, তখন শুধুই ছক্কা হাঁকাই।
'গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখা। অধিনায়ক এবং কোচ আমাকে যে পরিকল্পনা দিয়েছে, আমি শুধু সেটা অনুসরণ করেছি। তাঁরা আমাকে স্বাধীনতা দিয়েছে এবং একারণেই আমি ভালো করেছি।'
তবে এবারই প্রথম নয়, জাজাইয়ের সক্ষমতা আরও আগে থেকেই দেখছে ক্রিকেট প্রেমীরা। আফগান প্রিমিয়ার লিগে এক ওভারে ছ’টি ছয় হাঁকিয়ে ক্রিকেট বিশ্বে তাক লাগিয়েছিলেন জাজাই।
গত বছরের অক্টোবরে খেলা সেই ম্যাচে টি-টুয়েন্টিতে দ্রততম হাফ সেঞ্চুরির রেকর্ডও (১২ বলে) ছুঁয়ে ফেলেন এই বাঁ হাতি ওপেনার। জানা গেল, জাজাইয়ের আদর্শ ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। মিরপুরের কঠিন উইকেটে ব্যাটিং অভিজ্ঞতা নিয়ে বলার সময় জাজাই জানান,
'উইকেট ভালো ছিল না। এটা কঠিন ছিল। আমি ভালো ফর্মে ছিলাম। তাই ছক্কা হাঁকাতে পেরেছি। আমার আদর্শ ক্রিস গেইল।'