জয়ের প্রহর গুনছে দক্ষিণ আফ্রিকা

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কেপটাউন টেস্টে জয় পেতে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৪১ রান। এই ম্যাচে জয় পেলে প্রোটিয়ারা সিরিজ জিতে নিবে ২-০ ব্যবধানে। 


প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৩১ রানের জবাবে তৃতীয় দিনে শনিবার পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৯৪ রানে। প্রথম ইনিংসে তারা গুঁটিয়ে গিয়েছিল ১৭৭ রানে। দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো পারফর্মেন্সে ইনিংস পরাজয় এড়িয়েছে সরফরাজ আহমেদের দল।


আগের দিন ৬ উইকেট হারিয়ে ৩৮২ রান করা দক্ষিণ আফ্রিকা ম্যাচের তৃতীয় দিন যোগ করতে পেরেছে কেবল ৪৯ রান। ৫৫ রান নিয়ে দিন শুরু করা কুইন্টন ডি কক আউট হয়েছেন ৫৯ রানে। লোয়ার অর্ডারে কেউ দাঁড়াতে না পারলে দলটি অল আউট হয় ৪৩১ রানে।


পাকিস্তানের দুই বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন চারটি করে উইকেট। ২৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানের মধ্যে শীর্ষ ২ ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দেন শান মাসুদ ও আসাদ শফিক।


promotional_ad

মাসুদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টেইন। ৮৮ রান করা শফিককে নিজের শিকার বানিয়েছেন ইনজুরি থেকে ফেরা ফিল্যান্ডার। এরপর পাকিস্তানের ইনিংস একাই টেনেছেন বাবর আজম। 


বাবরের ব্যাট থেকে এসেছে ১৫ চারে ৮৭ বলে ৭২ রান। এছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২৯৪ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা ও ডেল স্টেইন নিয়েছেন ৪ টি করে উইকেট। ১ টি করে উইকেট গেছে ফিল্যান্ডার ও অলিভিয়েরের ঝুলিতে।


৪১ রানের লক্ষ্য তাড়া করতে এখনও ব্যাটিংয়ে নামেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে দলটি। 


সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান ১ম ইনিংস: ৫১.১ ওভারে ১৭৭ (ইমাম ৮, ফখর ১, মাসুদ ৪৪, আজহার ২, শফিক ২০, বাবর ২, সরফরাজ ৫৬, আমির ২২*, ইয়াসির ৫, আব্বাস ০, আফ্রিদি ৩; স্টেইন ৩/৪৮, ফিল্যান্ডার ১/৩৬, রাবাদা ২/৩৫, অলিভিয়ের ৪/৪৮)


দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৩৮২/৬) ১২৪.১ ওভারে ৪৩১ (ডি কক ৫৯, ফিল্যান্ডার ১৬, রাবাদা ১১, স্টেইন ১৩, অলিভিয়ের ১০*; আমির ৪/৮৮, আব্বাস ১/১০০, শাহিন শাহ ৪/১২৩, ইয়াসির ০/৭৯, মাসুদ ১/১৯, শফিক ০/১৬)।


পাকিস্তান ২য় ইনিংস: ৭০.৪ ওভারে ২৯৪ (ইমাম ৬, মাসুদ ৬১, আজহার ৬, শফিক ৮৮, বাবর ৭২, ফখর ৭, সরফরাজ ৬, আমির ০, ইয়াসির ৫, আব্বাস ১০*, শাহিন শাহ ১৪; ফিল্যান্ডার ১/৫১, স্টেইন ৪/৮৫, অলিভিয়ের ১/৮৪, রাবাদা ৪/৬১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball