জয়ের ধারা অব্যাহত রাখতে চান সাকিব

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। দলের জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক সাকিব আল হাসান।
আসরের বাকী ম্যাচগুলোতেও শনিবারের ম্যাচের মতো ব্যাটে বলে দলগতভাবে দাপুটে পারফর্মেন্স উপহার দিতে চান তিনি। শনিবারের ম্যাচের পরে জানান,

'আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে। আসরে খুব ভালো শুরু করতে পেরেছি। আমরা এমন পারফর্মেন্স বহাল রাখতে চাই। ঠিক এভাবেই খেলে যেতে চাই।'
এদিকে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন সাকিব। কেননা বিপিএলের লম্বা আসরে প্রতিটি দলই প্লে অফের আগে খেলবে ১২ টি করে ম্যাচ। এতো লম্বা সময় ধরে ক্রিকেটাররা ফিট থাকলেই পারফর্ম করবেন বলে সাকিবের বিশ্বাস।
'এটা অবশ্যই দলগত খেলা। সবার এখানে পারফর্ম করতে হবে। এমন লম্বা আসরে ক্রিকেটারদের ফিট থাকা জরুরী। তাহলেই তাঁরা পারফর্ম করতে পারবে। আশা করব সবাই এমন ফিট থাকবে এবং এভাবেই পারফর্ম করতে থাকবে।'