মাশরাফির আক্ষেপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংসদের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ১৩০ রান সংগ্রহ করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ষষ্ঠ বিপিএলের উদ্বোধনি ম্যাচে ভাইকিংসদের কাছে ৩ উইকেটে পরাজিত হওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি জানিয়েছেন এই ধরণের উইকেটে তাঁর দলের ব্যাটসম্যানেরা সেভাবে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে বিধায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি তাদের। পাশাপাশি বেশ কিছু বাজে শটেরও মাশুল গুনতে হয়েছে দলকে। রংপুর অধিনায়ক বলেছেন,

'আমি মনে করি আমাদের ব্যাটসম্যানেরা উইকেটের সাথে নিজেদের সেভাবে মানিয়ে নিতে পারেনি। স্কোরবোর্ডে ১৩০ রান তুলতে পারলে আরও ভালো হতে পারতো। এই উইকেট সর্বদাই বেশ অনিশ্চিত এবং আমরা অনেক বেশি বাজে শট খেলেছি।'
তবে ব্যাটসম্যানদের নিয়ে অসন্তোষ থাকলেও বোলারদের নিয়ে সন্তুষ্টই রয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। ৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও ভাইকিংসদের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হওয়ায় বোলারদের প্রসংসা করেছেন তিনি। একই সাথে নিজেদের ভুলগুলো শুধরে আগামী ম্যাচে মাঠে নামার প্রত্যয় জানিয়েছেন রাইডার্স দলপতি। তাঁর ভাষায়,
'আমাদের বোলারদের প্রচেষ্টা দারুণ ছিলো। পরিশেষে এটি একটি ভালো ম্যাচ হয়েছে। আমাদের আবারও মাঠে নামতে হবে। সুতরাং আমাদের ভুলগুলো দ্রুত শোধরাতে হবে।'
উল্লেখ্য বিপিএলের উদ্বোধনি ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরকে ৩ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের চিটাগাং। এদিন শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৮ রান সংগ্রহ করেছিলো রংপুর। কিন্তু তাদের দারুণ বোলিংয়ের সামনে এই রান টপকাতেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে মুশফিকদের। শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিলো ম্যাচটি। আগামীকাল খুলনা টাইটান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রংপুর।