promotional_ad

রুদ্ধশ্বাস ম্যাচে মাশরাফিদের হারালো মুশফিকরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লক্ষ্য মাত্র ৯৯ রানের। কিন্তু এই লক্ষ্যে খেলতে নেমেও যেভাবে ব্যাটিং করেছে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস তাতে করে মনে হতে পারে যেন বিশাল বড় স্কোরই দাঁড়া করিয়েছিলো মাশরাফির রংপুর রাইডার্স। কেননা ম্যাচটি ৩ উইকেটে জিততে পারলেও এই রান টপকাতে রীতিমত কালো ঘাম ছুটে গিয়েছিলো ভাইকিংসদের। এই খেলাও গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। 


আর এর মূল কৃতিত্ব দিতে হবে রংপুরের বোলারদেরকেই। লো স্কোরিং ম্যাচকেও যে কতটা প্রতিযোগিতামূলক করে তোলা যায় এর প্রমাণ ভালোভাবেই দিয়েছেন তাঁরা। আরও স্পষ্টভাবে বলতে হলে উল্লেখ করতে হবে অধিনায়ক মাশরাফির কথা। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। শফিউল ইসলাম, নাজমুল ইসলাম, ফরহাদ রেজা এবং বেনি হাওয়েলও কম যাননি। প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়ে ভাইকিংস শিবিরে অপরিসীম চাপ সৃষ্টি করেছেন। 


তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে ভাইকিংসরা মূলত অধিনায়ক মুশফিক এবং আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে। ওপেনার শেহজাদ ২৩ বলে ২৭ এবং মুশফিক ৩১ বলে ২৫ রান করেন। অবশ্য জয়ের কৃতিত্ব দিতে হবে রব্বি ফ্রাইলিঙ্ক এবং সানজামুল ইসলামকেও।


কারণ দলীয় ৮৫ রানের মাথায় যখন মুশফিক নাজমুল ইসলামের শিকার হয়ে মুশফিক সাজঘরে ফেরেন তখন যথাক্রমে এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই জয়ের বন্দরে পৌঁছাতে সক্ষম হয় ভাইকিংস।  ১২ এবং ৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ফ্রাইলিঙ্ক এবং সানজামুল। শফিউল ইসলামের করা ২০তম ওভারের প্রথম বলে চার মেরে দলকে জয় এনে দেন ফ্রাইলিঙ্ক।ফলে বিপিএলের উদ্বোধনি ম্যাচেই পরাজয় বরণ করতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরকে।


এর আগে চিটাগাং ভাইকিংসদের বিপক্ষে ম্যাচটির শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে গিয়েছিলো মাশরাফির রংপুর। তাদের শিবিরে ধ্বস নামানোর মূল কারিগর ছিলেন ভাইকিংসদের প্রোটিয়া পেসার রব্বি ফ্রাইলিঙ্ক। ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। তাঁর উইকেট তালিকায় ছিলেন অ্যালেক্স হেলস, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন এবং সোহাগ গাজি। 



promotional_ad

এছাড়া দারুণ বোলিং করেছেন ভাইকিংসদের তরুণ অফ স্পিনার নাঈম হাসান এবং পেসার আবু জায়েদ রাহি। নাঈম এবং রাহি উভয়ই নিয়েছেন ২টি করে উইকেট। এর জন্য নাঈম মাত্র ১০ রান খরচ করেছেন যেখানে রাহিকে গুনতে হয়েছে ২৮টি রান।   


তারকায় ভরা রংপুর দলটিতে একাই ব্যাট হাতে লড়ে গিয়েছেন ইংলিশ অলরাউন্ডার রোবি বোপারা। ৪৭ বলে ২টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৪৪ রান করেছেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে রাহির দ্বিতীয় শিকার হয়ে ফেরায় অর্ধশতক বঞ্চিত হয়েছেন এই ইংলিশম্যান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে সোহাগ গাজির ব্যাট থেকে। আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।    


সংক্ষিপ্ত স্কোরঃ 


চিটাগাং ভাইকিংসঃ ১০১/৭ (১৯.১ ওভার) (মুশফিক-২৫, শেহজাদ- ২৭) (মাশরাফি ২/২৪, হাওয়েল - ১/১৩) 


রংপুর রাইডার্সঃ ৯৮/১০ (২০ ওভার) (বোপারা-৪৪, গাজি-২১) (ফ্রাইলিঙ্ক ৪/১৪, নাঈম ২/১০) 


টসঃ চিটাগাং ভাইকিংস (বোলিং) 



ভেন্যু- মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম


চিটাগাং ভাইকিংস একাদশঃ


মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ। 


রংপুর রাইডার্স একাদশঃ 


অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball