ফিরলেন সৈকত, বিপদে মুশফিকরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চিটাগাং ভাইকিংসঃ ৬৯/৫ (১৪ ওভার) (মুশফিক-১৮*, নাঈম- ৪*) (মাশরাফি ১/২০, শফিউল- ১/১৫)
রংপুর রাইডার্সঃ ৯৮/১০ (২০ ওভার) (বোপারা-৪৪, গাজি-২১) (ফ্রাইলিঙ্ক ৪/১৪, নাঈম ২/১০)
টসঃ চিটাগাং ভাইকিংস (বোলিং)
ভেন্যু- মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম
ব্যর্থ মোসাদ্দেকঃ
অন্যান্য টপ অর্ডার ব্যাটসম্যানদের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এই ভাইকিংস ক্রিকেটার। ফরহাদ রেজার করা বলটি সুইপ করে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত তাতে ব্যর্থ হয়ে মিড অফ অঞ্চলে প্রোটিয়া রুশোর তালুবন্দি হন সৈকত। ফলে মাত্র ২ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকদের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ৬৯ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩০ রান।
রান আউটের শিকার রাজাঃ
মাত্র ৩ রান করে দলীয় ৬০ রানের মাথায় রান আউটের শিকার হয়েছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজা। নাজমুল ইসলামের করা ১১তম ওভারের চতুর্থ বলটি অফ সাইডে ঠেলে দিয়েই রান নেয়ার জন্য দৌড় শুরু করেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম।কিন্তু তাতে রাজা সাড়া না দিলেও অপর প্রান্তে পৌঁছে যান মুশফিক।
অপরদিকে মাশরাফির থ্রো করা বলটি লুফে নিয়ে ষ্ট্যাম্পের বেল ফেলে দেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন।তবে মুশফিক এবং রাজা একই প্রান্তে থাকার ফলে একটি দ্বিধা সৃষ্টি হয়েছিলো।পরবর্তী রিপ্লেতে দেখা যায় ক্রিজ থেকে কিছুটা বাইরে ছিলেন রাজা। ফলে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তাঁকেই ফিরতে হয় সাজঘরে।
রিভিউ নিয়েও বাঁচলেন না শেহজাদঃ
বেনি হাওয়েলের করা অষ্টম ওভারের তৃতীয় বলটি ব্যাটে বলে করতে ব্যর্থ হওয়ায় সরাসরি প্যাডে আঘাত করে ভাইকিংস ওপেনার মোহাম্মদ শেহজাদের। জোড়ালো আবেদন ওঠে এলবিডব্লিউয়ের। সেই আবেদনে সাড়া দিয়ে আফগান ওপেনারকে আউট দেন আম্পায়ার।
এরপর রিভিউ নেয়ার সিদ্ধান্ত নেন শেহজাদ। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্টভাবে বলটি ষ্ট্যাম্পে আঘাত হানতে দেখা যায় বিধায় আউটের সিদ্ধান্ত বহাল রাখেন আম্পায়ার।
ফিরেই ব্যর্থ আশরাফুলঃ
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ভাইকিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান মাত্র ৩ রান করে ফিরেছেন সাজঘরে। শফিউল ইসলামের করা চতুর্থ ওভারের চতুর্থ বলটি ফ্লিক করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের হাতে ধরা পরেন তিনি।
শুরুতেই মাশরাফির আঘাতঃ
ইনিংসের তৃতীয় ওভারের বোলিংয়ে এসে নিজের প্রথম উইকেট তুলে নিতে সক্ষম হন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভাইকিংসদের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্টকে হেলসের হাতে ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। বলটি ডাউন দ্যা উইকেটে এসে উড়িয়ে মারতে যেয়ে মিড অফ অঞ্চলে হেলসের তালুবন্দি হন ডেলপোর্ট।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।