promotional_ad

ব্যর্থতার পরিচয় দিলেন আশরাফুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


চিটাগাং ভাইকিংসঃ ২০/২ (৪ ওভার) (শাহজাদ- ৬*, মুশফিক-০*) (মাশরাফি ১/৬, শফিউল- ১/৪) 


রংপুর রাইডার্সঃ ৯৮/১০ (২০ ওভার) (বোপারা-৪৪, গাজি-২১) (ফ্রাইলিঙ্ক ৪/১৪, নাঈম ২/১০) 


টসঃ চিটাগাং ভাইকিংস (বোলিং) 



promotional_ad

ভেন্যু- মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম


ফিরেই ব্যর্থ আশরাফুলঃ 


নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ভাইকিংসের হয়ে খেলা এই ব্যাটসম্যান মাত্র ৩ রান করে ফিরেছেন সাজঘরে। শফিউল ইসলামের করা চতুর্থ ওভারের চতুর্থ বলটি ফ্লিক করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের হাতে ধরা পরেন তিনি। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগাংয়ের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ২০ রান।  


শুরুতেই মাশরাফির আঘাতঃ 


ইনিংসের তৃতীয় ওভারের বোলিংয়ে এসে নিজের প্রথম উইকেট তুলে নিতে সক্ষম হন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভাইকিংসদের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্টকে হেলসের হাতে ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। বলটি ডাউন দ্যা উইকেটে এসে উড়িয়ে মারত??? যেয়ে মিড অফ অঞ্চলে হেলসের তালুবন্দি হন ডেলপোর্ট। 



চিটাগাং ভাইকিংস একাদশঃ


মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ। 


রংপুর রাইডার্স একাদশঃ 


অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball