বিপিএল অভিষেকেই গোল্ডেন ডাক!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রাইডার্সঃ ৪/২ (২ ওভার) (ফ্রাইলিঙ্ক ২/৪)
শুরুতেই বিপদে মাশরাফিরাঃ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমেই বিপদের মুখে পড়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। দ্বিতীয় ওভারের বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চিটাগাং ভাইকিংসের প্রোটিয়া রিক্রুট রব্বি ফ্রাইলিঙ্ক। ফলে নিজের অভিষেক বিপিএলেই গোল্ডেন ডাকের শিকার হতে হলো হেলসকে।
একই ওভারের চতুর্থ বলে মোহাম্মদ মিঠুনের স্ট্যাম্প উড়িয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন তিনি। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র ৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে মাশরাফির রংপুর।
উল্লেখ্য আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। ।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।