বিপিএলে ফিরলেন আশরাফুল, খেলছেন না গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগাং ভাইকিংস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের।
আর আজকের ম্যাচে ভাইকিংস একাদশে থাকছেন দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে আসা মোহাম্মদ আশরাফুল। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ভাইকিংসে বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা এবং রব্বি ফ্রাইলিঙ্ক।

এদিকে দীর্ঘ ১৪ ঘন্টা ভ্রমণ ক্লান্তির পর আজকের ম্যাচে রংপুর একাদশে থাকছেন না ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল। তাদের দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, রবি বোপারা, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং বেনি হাওয়েল।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রব্বি ফ্রাইলিঙ্ক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।
রংপুর রাইডার্স একাদশঃ
অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।