promotional_ad

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।


২০১৮ সালে বল হাতে দারুণ ফর্মে থাকার কল্যাণেই এই একাদশে স্থান হয়েছে তাঁর। গত বছর ১৮টি ওয়ানডেতে ৪.২০ ইকোনমি রেট এবং ২১.৭২ গড়ে ২৯টি উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। ছিলেন সেরা উইকেট শিকারি বোলারের তালিকায় ষষ্ঠ স্থানে।


এদিকে ফিজ ছাড়াও একাদশে দ্বিতীয় পেসার হিসেবে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ১৩টি ওয়ানডেতে ৩.৬২ ইকোনমি রেট এবং ১৬.৬৩ গড়ে ২২টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।  


দলটিতে স্পিনারদের মধ্যে আছেন রশিদ খান এবং কুলদীপ যাদব। গত বছর ২০টি ওয়ানডেতে সর্বোচ্চ ৪৮টি উইকেট শিকার করেছিলেন আফগানিস্তানের স্পিন তারকা রশিদ। তাঁর ইকোনমি রেট ছিলো ৩.৮৯ এবং গড় ১৪.৪৫। 



promotional_ad

রশিদের পর ভারতীয় স্পিন তারকা কুলদীপ ছিলেন গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। মোট ১৯টি ম্যাচে ৪.৬৪ ইকোনমি রেটে ১৭.৭৭ গড়ে ৪৫টি উইকেট তুলে নিয়েছিলেন এই লেগি। 


দুই ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে ক্রিকইনফোর একাদশে আছেন ভারতের রোহিত শর্মা এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। গত বছর ১৯টি ম্যাচে ৭৩.৫৭ গড়ে ১০৩০ রান সংগ্রহ করা রোহিত ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। অপরদিকে ইংলিশম্যান বেয়ারস্টো ২২টি ওয়ানডেতে ১০২৫ রান (গড় ৪৬.৫৯) নিয়ে ছিলেন তৃতীয়তে। 


এরপর একাদশে যথাক্রমে তিন এবং চার নম্বর ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ভিরাট কোহলি এবং রস টেইলর। ভারতীয় অধিনায়ক কোহলি ১৪টি ম্যাচে ১৩৩.৫৫ গড়ে ১২০২ রান নিয়ে ২০১৮ সালে ছিলেন সেরা রান সংগ্রাহক। সুতরাং স্বাভাবিকভাবেই ক্রিকইনফোর পছন্দ তিনি। 


কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলরও ছিলেন গত বছর দারুণ ফর্মে। ব্যাট হাতে মোট ১১টি ম্যাচে ৬৩৯ (গড় ৯১.২৮) রান সংগ্রহ করেছিলেন তিনি। টপ অর্ডারের নির্ভরতা বাড়াতে যথেষ্ট উপযোগী ব্যাটসম্যান তিনি। 


পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলটিতে থাকছেন উইন্ডিজ শাই হোপ। ২০১৮ সালে ১৮টি ওয়ানডেতে ৬৭.৩০ গড়ে ৮৭৫ রান সংগ্রহ করা এই ক্যারিবিয়ান ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার নবম স্থানে। বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেও যথেষ্ট কার্যকরী তিনি। 



একাদশটিতে উইকেটরক্ষক এবং অলরাউন্ডার কোটায় জায়গা পেয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের জস বাটলার ও ক্রিস ওকস। ব্যাট হাতে বাটলার ২৩ ম্যাচে ৬৭১ রান সংগ???রহ করেছিলেন (গড় ৫১.৬১)।


এছাড়াও উইকেটরক্ষক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি ভালোভাবে। ২৬টি ক্যাচ নেয়ার পাশাপাশি ৯টি স্ট্যাম্পিং করেছেন তিনি। অপরদিকে অলরাউন্ডার ওকস গত বছর ৪১ গড়ে ২০৫ রান করার পাশাপাশি ১৯ উইকেট শিকার করেছিলেন এই ইংলিশ তারকা। তাঁর বোলিং গড় ছিলো ২৬.৬৩


ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশঃ 


রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, ভিরাট কোহলি, রস টেইলর, শাই হোপ, জস বাটলার, ক্রিস ওকস, রশিদ খান, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball