তামিমের চাওয়া মাশরাফি আরো দুই-তিন বছর খেলুক

ছবি: তামিম ইকবাল

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন। টেস্ট খেলেন না অনেকদিন। টি-টিয়েন্টু ফরম্যাটের ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন তিনি। তবে দাপটের সঙ্গে খেলে চলেছেন ওয়ানডে।
বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল টাইগার দলপতিকে আরও দুই-তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান। মাশরাফির ক্যারিয়ারের একসময় ইতি টানতে হবেই, এটা নিয়ে এখনই ভাবতে নারাজ এই তারকা।

'আমি তো আশা করবো, উনি আরো দুই তিন বছর বছর খেলুক। শুধু ক্যাপ্টেন হিসেবেই না, তাঁর পারফরম্যন্সও যদি দেখেন তাহলেও তাঁর নাম্বারটাই কথা বলে। একটা সময় সবাইকেই ক্রিকেট ছাড়তে হয় কিন্তু আমি এখনি ওটা নিয়ে ভাবতে চাচ্ছি না।'
শুধু অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে নয়। ব্যক্তিগত ভাবে তামিমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি মাশরাফি। সময় টিভির সাথে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
'আমি জানি তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর বিশেষ ভাবে ব্যক্তিগতভাবে আমার নিজের জন্যও উনি গুরুত্বপূর্ণ।'
সদ্যই নিজেকে রাজনীতিতে যুক্ত করেছেন মাশরাফি। তিনি নরাইল ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে শনিবার থেকে শুরু শুরু হওয়া বিপিএলে ব্যস্ত সময় কাটাবেন তিনি। অধিনায়কত্ব করবেন রংপুর রাইডার্সের। অন্যদিকে, তামিম ইকবাল নেতৃত্ব দেবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।