লিডের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেপটাউন টেস্টে পাকিস্তানকে ১৭৭ রানে গুটিয়ে দেয়ার পর বড় লিডের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে রয়েছে ২০৫ রানে। প্রোটিয়ারা দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেট হারিয়ে ৩৮২ রান করে।
দলটির হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক অপরাজিত আছেন ৫৫ রান করে। তাঁর সঙ্গী হিসেবে আছেন ৬ রান করা ফিল্যান্ডার। আগের দিন ২ উইকেট হারিয়ে ১২৩ রান করা দক্ষিণ আফ্রিকা দিনের শুরুতেই হারায় হাসিম আমলাকে।
তিনি ২৪ রান করে আউট হয়েছেন। এরপর ডি ব্রুইনও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। তিনি ফিরেছেন ১৩ রান করে। পঞ্চম উইকেট জুটিতে ১৫৬ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও টেম্বা বাভুমা।

বাভুমা ৭৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর ডি কককে নিয়ে ৫১ রানের জুটি গড়েছেন ডু প্লেসিস। জুটি গড়ার পথে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ডু প্লেসিস। তিনি দিনের শেষের দিকে ফিরেছেন ১০৩ রান করে।
অধিনায়ক ফিরে গেলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ডি কক। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। আর একটি করে উইকেট নিয়েছেন আমির, আব্বাস ও মাসুদ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৫১.১ ওভারে ১৭৭ (ইমাম ৮, ফখর ১, মাসুদ ৪৪, আজহার ২, শফিক ২০, বাবর ২, সরফরাজ ৫৬, আমির ২২*, ইয়াসির ৫, আব্বাস ০, আফ্রিদি ৩; স্টেইন ৩/৪৮, ফিল্যান্ডার ১/৩৬, রাবাদা ২/৩৫, অলিভিয়ের ৪/৪৮)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৬ ওভারে ৩৮২/৬ (মারক্রাম ৭৮, এলগার ২০, আমলা ২৪, ডু প্লেসিস ১০৩, বাভুমা ৭৫, ডি কক ৫৫*; আমির ১/৬৯, আব্বাস ১/৮১, আফ্রিদি ৩/১১২, মাসুদ ১/১৯)