promotional_ad

'আশরাফুল ভালো খেললে বাংলাদেশেরই লাভ'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে খেলতে চলেছেন মোহাম্মদ আশরাফুল। এবারের আসরে তিনি মাঠ মাতাবেন চিটাগং ভাইকিংসের হয়ে।


দলটির অধিনায়ক মুশফিকুর রহীম মনে করেন আশরাফুল ভালো খেলতে পারলে তা বাংলাদেশের জন্যই ভালো। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন মুশফিক।


promotional_ad

‘উনি অনেক কষ্ট করেছেন। ঘরোয়া অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন। উনি ইনশাল্লাহ ভালো খেলবেন। আর উনি ভালো খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’


পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছিলেন আগেই। এবার ফিরছেন বিপিএলে। দীর্ঘ দিন মাঠের বাইরে থাকায় ব্যাট হাতে ছন্দ ফিরে পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে।


সবশেষ জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে বেশ ভালো পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। এই ধারা বিপিএলে ধরে রাখতে পারলে আশরাফুল ও বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেই বিশ্বাস সবার।


এদিকে, আশরাফুল-মুশফিকের মতো দুই দেশি তারকাকে দলে ভেড়ালেও, নাম করা কোনো বিদেশী খেলোয়াড় নেই দলটিতে। তাই স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকেই সেরাটা চাচ্ছেন চিটাগং দলপতি।


‘বিদেশিরা হয়তো দারুণ পারফর্ম করে, কিন্তু স্থানীয়দের অবদানও খুব ভালো থাকে।  আমাদের দলে ব্যাটিং-পেস ও স্পিন অ্যাটাকে ভালো খেলোয়াড় আছে। তবে সবচেয়ে বড় কথা হলো মাঠে ভালো খেলা। আমরা চেষ্টা করছি দ্রুত দল হিসেবে দাঁড়াতে। আমাদের বিশ্বাস চিটাগং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু খেলোয়াড় আছে, যারা খুব ভালো কিছু করবে বলে বিশ্বাস করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball