promotional_ad

প্রতিযোগিতা বাড়াবে ওয়ার্নার ও এবির উপস্থিতি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বের স্বনামধন্য টি টুয়েন্টি স্পেশালিষ্ট এবি ডি ভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নারের অংশগ্রহণে আলাদা মাত্রা পাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল), মতামত ঢাকা ডাইনামাইটসের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। 


তাঁর বিশ্বাস এই দুই তারকা ক্রিকেটার বিপিএলের প্রতিযোগিতা বাড়িয়ে দিবে ব্যাপক। ব্যাট হাতে যেকোনো সময়ে বিধ্বংসী রূপে আবির্ভূত হওয়ার সক্ষমতা রয়েছে বিধায় পাদপ্রদীপের আলোতেই থাকবেন ওয়ার্নার ও এবি জানিয়ে ডাইনামাইটস অলরাউন্ডার রাসেল বলেছেন, 



promotional_ad

'টুর্নামেন্টটি যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে। টুর্নামেন্টে এই ক্রিকেটাররা বিশেষ কিছু বয়ে নিয়ে আসবে। দিন শেষে যদিও তাঁরা মানুষ, তবে এবি ডি ভিলিয়ার্স এবং ডেভিড ওয়ার্নারদের মতো খেলোয়াড়েরা এই টুর্নামেন্টের জন্য অবশ্যই বিশেষ কিছু....আমরা সকলেই জানি কতটা বিস্ফোরক ব্যাটসম্যান তাঁরা।'


ডি ভিলিয়ার্স এবং ওয়ার্নারদের বিপক্ষে খেলার সময় বেশ আটঘাট বেঁধেই মাঠে নামার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্যারিবিয়ান রাসেল। যতটা দ্রুত সম্ভব তাঁদেরকে সাজঘরে ফেরাতে বদ্ধপরিকর থাকবেন ডাইনামাইটস দল উল্লেখ করে উইন্ডিজ তারকার ভাষ্য,  


'আমাদের নিশ্চিত করতে হবে তাঁদেরকে যেন যতটা সম্ভব দ্রুত আউট করতে পারি যখন তাঁদের বিপক্ষ?? খেলবো। ওয়ার্নার এবং এবি ডি ভিলিয়ার্সরা যত বেশি সময় ব্যাট করতে পারবে, তত বেশি প্রভাব ফেলবে তাঁরা আমাদের বোলিংয়ে। এই ক্রিকেটারদের বিপক্ষে খেলতে হলে আমাদের সঠিক এবং টেকনিক্যাল পরিকল্পনা সাজাতে হবে। এই খেলোয়াড়েরা টুর্নামেন্টের জন্য যথেষ্ট কার্যকর।'



উল্লেখ্য এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। যদিও তাঁকে শেষ সাতটি ম্যাচের জন্য পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপরদিকে অস্ট্রেলিয়ান হার্ডহিটার ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্সরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball