promotional_ad

জাতীয় দল নিয়ে চিন্তা নেইঃ মেহেদি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্ন সকল ক্রিকেটারের থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ২৪ বছর বয়সী অলরাউন্ডার মেহেদি হাসান এসব নিয়ে তেমন মাথা ঘামান না। বরং এর থেকে নিজের পারফর্মেন্সের প্রতিই বেশি নজর দিতে চান তিনি।


মেহেদির বিশ্বাস পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একটা সময়য় জাতীয় দলের দুয়ার খুলে যাবেই তাঁর সামনে। সেই আশাতেই মূলত সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ফুটে উঠেছে তাঁর কণ্ঠে। বিপিএলের একদিন আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, 



promotional_ad

'আসলে জাতীয় দল নিয়ে সেভাবে চিন্তা করি না। চিন্তা করি যে কিভাবে নিজেকে আরও ভালো করা যায়, পারফর্ম করা যায়। সেটাই আসলে ফোকাস করি। ভালো করলে হয়তো ইনশাল্লাহ একদিন সুযোগ আসবে সেই আশাতেই থাকি। ভালোর তো কোনও শেষ নেই।'


গত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) আসরে বল হাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মেহেদি হাসান। দক্ষিণাঞ্চলের হয়ে খেলা এই ক্রিকেটার ৬ ম্যাচে শিকার করেছিলেন ২৩টি উইকেট।


তবে বিসিএল ও বিপিএলকে একই কাতারে রাখতে চান না তিনি। কেননা লাল বল এবং সাদা বলের ক্রিকেটের পার্থক্যটা ভালোই জানা রয়েছে তাঁর। এই প্রসঙ্গে কুমিল্লার মেহেদি বলেছেন, 



'এতদিন আসলে খেলেছি চার দিনের ম্যাচ, যেটি লাল বলের খেলা। সেটি পুরো পরিবর্তন হয়ে গিয়েছে। এখন সাদা বলের টি টুয়েন্টি। এই জায়গার মানসিকতা একটু অন্য রকম। এখানে যেহেতু আমার মূল ভূমিকা বোলিং নিয়ে, তাই সেটি নিয়েই বেশি চিন্তা করছি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball